পবিত্র মদিনায় মডেলদের অপবিত্র ছবির ফটোশুট 

পৃথিবীর পবিত্রতম স্থান হলো সৌদি আরব । আর এই সৌদি আরবের মদিনায় আল উলা এলাকায় ‘‘ভোগ – অ্যারাবিয়ার’’ আয়োজনে করা হয়েছে মডেল ফটোশুট । আর এই ফটোশুটে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেল কেট মসকে দেখা যায় খোলামেলা আঁটসাঁট পোশাকে ।

লেবানীয় ডিজাইনার এলি মিজরাহী আয়োজন করেছেন এই ফটোশুটটির ২৪ ঘন্টা ধরে চলা ওই ফটোশুটে কেট মস সহ আরও অংশ নেন মার্সিয়া কার্লা বসকানো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং অ্যালেক ওয়েকের মতো মডেলরা । মার্কিন যুক্তরাষ্টভিত্তিক জনপ্রিয় ভোগ ম্যাগাজিন তার সৌদি আরব সংস্কারণে গত ৮ জুলাই খোলামেলা পোশাকের এসব ছবি প্রকাশ করেন। 

মুসলমানদের পবিত্র স্থান মদিনার শহর থেকে ৩০০ কিলোমিটারের মাধ্যই ছিল ফটোশুটের এলাকাটি । পবিত্র নগরীর মধ্যে এমন ফটোশুট নিয়ে ওঠেছে প্রবল বিতর্ক । সৌদি আরবের মুসলিম সাম্প্রদায়ের মধ্যে প্রবল আপত্তির সৃষ্টি করেছে এসব খোলামেলা ছবি । সুমাইয়া কামাল নামের এক আরবী নারী টুইট করেন, আল উলা এলাকায় বিদেশি একটি ম্যাগাজিন আমাদের সংস্কৃতিকে অবমাননা করে যে ফটোশুট করেছে,তা বিশ্বাসীদের বিশ্বাসের স্তম্ভ ধরে নাড়া দিয়েছে । ব্যথিত করেছে তাদের হৃদয়কে । মোহাম্মদ তোবা নামক একজন লেখেন, কি আশ্চর্য ধাঁধাঁ ! যখন হাজিয়া সোফিয়ায় আবার আযানের ধ্বনি উঠেছে, ঠিক তখনই নগ্ন নারীদের পৃথিবীর পবিত্রতম বালুকাভূমিতে প্রদর্শন করা হচ্ছে । 

আরেকজন টুইটার ব্যবহারকারী দুঃখ প্রকাশ করে বলেন, সৌদি আরব কর্তৃপক্ষ মদিনার ঐতিহ্যবাহী স্থান আল উলা তে ‘‘ভোগ’’ ম্যাগাজিনকে আন্তর্জাতিক সুপারমডেলদের অগোছালো ফটোশটের অনুমতি দিয়েছে । এটি ছিল অর্ধ-নগ্ন এবং যৌন উত্তেজক ফটোশুট । জানা নাই ভবিষৎতে আর কত আশ্চর্য জনক ঘটনা উপহার ‍দিবে সৌদি আরব । 

এদিকে মিডল ইস্ট মনিটর এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে তেলের ‍ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে সৌদি রাজপরিবার । ভবিষৎতে অর্থনৈতির চাকাকে সচল রাখতে পর্যটন শিল্পের ওপর নজর দিচ্ছে দেশটি । তারই ধারাবাহিকতায় সৌদি পর্যটনকেন্দ্রগুলো জনপ্রিয় করতে এমন ফটোশুটের আয়োজন করা হয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *