অচিন পাখি
ইদ্রিস আলী মাহবুব
অচিন পাখি, কোথায় তুমি?
আছো কত দূরে।
কোথায় থেকে গাইছো গান,
তোমার আপন সুরে।
অচিন পাখি, কোন বনেতে,
আছো তুমি লুকে।
তোমার সুরে মুগ্ধ হয়ে,
পড়ছি কেন লুটে ?
অচিন পাখি, কোন সুরেতে,
গাইছো তুমি গান।
খুঁজছি আমি,পাইনি যে আর,
তোমার সুরের সন্ধান।
অচিন পাখি,বলনা আমায়,
কোথায় তোমায় পাব।
আমি না হয়,শহর ছেড়ে,
সেথায় চলে যাব।
নয়তো পাখি, দেখা দাও,
রাখবো বন্দি করে।
বন্দি খাঁচায় গাইবে গান,
নতুন কোন সুরে।
অচিন পাখি, তোমার সুরে,
ভুলছি কেন সবি।
সুরে সুরে মুগ্ধ হয়ে,
আঁকছি তোমার ছবি।
অচিন পাখি, কোন ডগাতে,
বসে গাইছো গান।
তোমার সুরে হচ্ছে কেন,
মুখরিত এই প্রাণ।
অচিন পাখি, একটু বুঝ,
খুঁজছি তোমায় আমি।
বলবো পাখি অতীত কথা,
খুশি হবে তুমি।
অচিন পাখি,থেকো না দূরে,
একটু কাছে এসো।
বনে বনে না থেকে পাখি,
বন্দি খাঁচাকে ভালোবাসো।
খাঁচার ভিতর তোমায় পাখি,
রাখবো চোখে চোখে।
ব্যাথা দেবো না তোমায় পাখি,
বরে বড়ই সুখে।