অনুশীলন বাতিল বাংলাদেশ দলের মাঠ না পাওয়ায়

নিদাহাস ট্রফিতে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। বুধবার ভারতের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ টাইগারদের। কিন্তু এ ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করার কথা থাকলেও সেটা পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) যে মাঠের ব্যবস্থাই করতে পারেনি তাদের জন্য!

সফরকারি দলের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা তো করবে আয়োজকরাই। অথচ লঙ্কান বোর্ড এ জায়গায় যেন একেবারেই উদাসীন। বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য একটি মাঠের ব্যবস্থাও করে দিতে পারেনি তারা।

শ্রীলঙ্কায় এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

প্রসঙ্গতঃ প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ২১৫ রানের বড় লক্ষ্যও ৫ উইকেট আর ২ বল হাতে রেখে পেরিয়ে যায় টাইগাররা। ফলে এখন টুর্নামেন্টটা উম্মুক্ত হয়ে গেছে তিন দলের জন্যই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *