অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে । তার পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তার মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী । ছোটবেলায় ঢেঙ্কানলে তার শিক্ষাজীবন শুরু হয় । ১৯২১ খ্রিষ্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন । ।
তিনি কুমিল্লার নদীয়ার নদীয়ার ম্যাজিস্ট্রেট ও জজ, পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন ।
- তিনি জন্মগ্রহণ করেন – ১৯০৪ সালে ।
- ’অসমাপিকা’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’অসমাপিকা’ উপন্যাসটির রচয়িতা – অন্নদাশঙ্গর রায় ।
- ’যার যেথা দেশ’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’অসমাপিকা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৩০ সালে ।
- তাঁর রচিত ’কঙ্কারতী’ (১৯৩৪) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’রাখী’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’যার যেথা দেশ’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৩২ সালে ।
- তাঁর রচিত ‘নূতনা রাধা’ (১৯৪৩) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’কালের শাসন’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’কালের শাসন’(১৯৩২) কাব্যগ্রন্থটি রচনা করেন – অন্নদাশঙ্গর রায় ।
- ’অজ্ঞাতবাস’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- অজ্ঞাতবাস’ উপন্যাসটির রচয়িতা – অন্নদাশঙ্গর রায় ।
- ১৯৩৩ সালে -’অজ্ঞাতবাস’ উপন্যাসটি প্রকাশিত হয় ।
- তাঁর রচিত ‘লিপি’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- ’দুঃখমোচনা’(১৯৩৬) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- তাঁর রচিত ‘কামনা পঞ্চবিংশতি’ (১৯৪৩) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
অন্নদাশঙ্কর রায় এর জীবনী ও সাহিত্যকর্ম
- ’মর্তের স্বর্গ’ (১৯৪০) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’জার্নাল ক্রীড়া’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
- তাঁর রচিত ‘গ্রন্থ অপসরণ’ (১৯৪২) কোন জাতীয় রচনা – উপন্যাস ।
- ’তারুণ্য’ (১৯৭৩) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- ’প্রকৃতির পরিহাস’ কোন জাতীয় রচনা – ছোটগল্প ।
- ’যৌবন জ্বালা’ কোন জাতীয় রচনা – ছোটগল্প ।
- যৌবন জ্বালা’ ছোটগল্পের রচয়িতা – অন্নদাশঙ্কর রায় ।
- ’যৌবন জ্বালা’ ছোটগল্পটি প্রকাশিত হয় – ১৯৫০ সালে ।
- ’জীয়ন কাটি’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- ’জীয়ন কাটি’ (১৯৪৯) প্রবন্ধগ্রন্থের রচয়িতা – অন্নদাশঙ্কর রায় ।
- তাঁর রচিত ‘কামিনী কাঞ্চন’ (১৯৫৪) কোন জাতীয় রচনা – ছোটগল্প ।
- ’মন পবন’ (১৯৪৬) কোন জাতীয় রচনা – ছোটগল্প ।
- ’বিনুর বই’ (১৯৪৪) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তাঁর রচিত ‘দেশ কাল পাত্র’ (১৯৪৯) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- বিখ্যাত ভ্রমণকাহিনী ‘পথে প্রবাসে’ কার রচনা – অন্নদাশঙ্গর রায় ।
- ’ইউরোপের চিঠি’ কোন জাতীয় রচনা – ভ্রমণকাহিনী ।
- ’ইউরোপের চিঠি’ ভ্রমণকাহিনীটি রচনা করেন – অন্নদাশঙ্কর রায় ।
- তাঁর রচিত ’পথে প্রবাসে’ ভ্রমণকাহিনীটি প্রকাশিত হয় – ১৯৩১ সালে ।
- ’প্রত্যয়’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তাঁর রচিত ‘নতুন করে বাঁচা’ (১৯৫৩) কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- ’আধুনিকতা’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
- তাঁর রচিত ‘আধুনিকতা’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৩ সালে ।
- তিনি মৃত্যুবরণ করেন – ২০০২ সালে ।