অস্ট্রেলিয়ার বিপক্ষে আফ্রিকার শক্তিশালী একাদশ

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ২ ম্যাচে কষ্টের জয়। এরপর থেকে হার শুরু। ঘরের মাঠে নিজেদের হারিয়ে খুজছেন দক্ষিণ আফ্রিকা। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পন। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পোর্ট এলিজাবেদে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ।

ডি কক- ওয়ার্নার বিতর্কের পর এই ম্যাচটি তাই দুই দলের জন্য প্রতিশোদের মিশনও। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে প্রোটিয়াদের মাটিতে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকতে।

দক্ষিণ আফ্রিকা দলে আসতে পারে দুটি পরিবর্তন। গত ম্যাচে ব্যর্থ থুনিস ডি ব্রুয়েনের পরিবর্তে দেখা যতে পারে পরিক্ষীত তেম্বা বাভুমাকে। পেস ডিপার্টমেন্টে মরকেলের সাথে ফিল্যান্ডারের থাকাটা নিশ্চিত তবে জায়গা হারাতে পারে রাবাদা। তার পরিবর্তে ২য় টেষ্টে ভারতকে একাই হারিয়ে দেওয়া লুঙ্গি এনগিদিকে একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে অপরিবর্তনীয় একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ডিন এলগার,  এডেন মার্করম, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স,  ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), তেম্বা বাভুমা,  কুইন্টন ডি কক,  ভার্নন ফিল্যান্ডার, কেশভ মহারাজ,  কিগিসো রাবাদা/লুঙ্গি এনগিদি,  মরনে মরকেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *