সফরকারী অস্ট্রেলিয়ার ১০১ রানের লক্ষ্য নেমে সহজেই জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার বারুদে বোলিং আর এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ সেঞ্চুরিতে চার দিনেই শেষ হয়েছে পোর্ট এলিজাবেথ টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ৬ উইকেটের এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ফিরেছে ১-১ সমতা।
পোর্ট এলিজাবেথে অজিদের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৬ উইকেট। আর তাতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রাবাদা। ২৩ বছর বয়সে পা রাখার আগে টেস্টে ৪ বার ১০ বা তার বেশি পেয়েছিলেন ওয়াকার। এবার ২২ বছর ২৯১ দিনে টেস্টে ৪ বার ১০ বা তার বেশি উইকেট নিয়ে কিংবদন্তি ওয়াকারের পাশে দাঁড়ালেন রাবাদা।