• Tuesday , 22 September 2020

আইপিএলে থাকছে না স্পনসর ভিভো 

২০১৮ সাল থেকে আইপিএল এর টাইটেল স্পনসর ছিলো ভিভো । চীনের এই মোবাইল সংস্থাটির সাথে চুক্তি হয়েছিল ৫ বছরের জন্য । তবে রাজনৈতিক চাপে এবার আইপিএলের টাইটেল স্পনসরের দায়িত্ব ছেড়ে দিয়েছে ভিভো । চুক্তি অনুযায়ী প্রত্যকবছর ৪৪০ কোটি টাকা করে দিয়েছে ভিভো ।

লাদাখ সীমান্ত নিয়ে ভারত – চীনের সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটেল স্পনসর রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । ফলশ্রুতিতে বিসিসিআইয়ের সভাপতি ও ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় । ঘড়ে – বাইরে চাপও বাড়তে থাকে । শেষমেষ বিসিসিআই কিছু না জানালেও ভিভো চলতি মওশুমের আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেয় ।

চীনের মোবাইল সংস্থা ভিভোর (vivo) সাথে চুক্তির ইতি টানায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আইপিএল ও বিসিসিআই । কিন্তু এটি নিয়ে মোটেও চিন্তিত নন বিসিসিআইয়ের সভাপতি । তিনি নাকি বিকল্প ভেবে রেখেছেন । তিনি বলেন, বুদ্ধিমানরা সবকিছুরই বিকল্প ভেবে রাখেন । 

মহামাররি এ সময়ে ভিভোর সঙ্গে আইপিএলের চুক্তি বাতিল হয় । চুক্তি বাতিল হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে । শোনা যাচ্ছে আইপিএলের টাইটেল স্পনসর হবার দৌড়ে এগিয়ে আছে রিলায়েন্স, বাইজু এবং আমাজান এর নাম ।

Related Posts

Leave A Comment