আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

বরকত জবাব দিল নাচোখও নামিয়ে নিল নামিসির আলি বললেন, বাগান ঝাট দিতে এসেছ ? বরকত বলল, না। 

মিসির আলি বললেন, তােমার কুকুরগুলির সঙ্গে এখনাে পরিচয় হয় নিচল যাই কুকুরগুলির সঙ্গে পরিচিত হয়ে আসি। 

বরকত বলল, আপনেরে ডাকে। 

কে ডাকে

বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আংগুল উঁচিয়ে দেখালমিসির আলি বললেন, কে ডাকছে ? লিলি

বরকত জবাব দিল নাআংগুল উঁচিয়ে রাখলমিসির আলি আংগুল লক্ষ্য করে এগুলেনবরকত এখনাে হাত নামাচ্ছে নাতীর চিহু আঁকা সাইনবাের্ডের মত হাত স্থির করে রেখেছেতাকে দেখাচ্ছে কাক তাড়য়ার মতো| হাতের আঙুল লক্ষ্য করে মিসির আলি উপস্থিত হলেন লাইব্রেরি ঘরেবিরাট ঘরসাধারণত লাইব্রেরি ঘরের চারদিকেই বই থাকেএই ঘরের একদিকের দেয়ালে বই রাখাকোনাে আলমিরা নেইসব বই র্যাকে রাখাব্ল্যাকের উচ্চতা এমন যে হুইল চেয়ারে বসেই হাত বাড়িয়ে বই নেয়া যায়। 

আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

লাইব্রেরি ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছেসুলতানের সামনে টি টেবিলের মতাে ছােট্ট টেবিলসুলতানের উল্টোদিকে আরেকটা হুইল চেয়ার। 

সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন ? মিসির আলি বললেন, ভালাে। 

আপনার বসার জন্যে একটা হুইল চেয়ার রেখে দিয়েছিতাইতাে দেখছি। 

সুলতান গলার স্বর গম্ভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্যে হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারবেন ? বলতে পারব নাআপনি কি বিস্মিত হচ্ছেন ? সামান্য হচ্ছি। 

স্যার বিস্মিত হবার কিছু নেইআমি ব্যাখ্যা করলেই বুঝবেন আপনার জন্যে হুইল চেয়ারের ব্যবস্থা করাটা খুবই যুক্তিযুক্তআপনি চেয়ারটায় আরাম করে বসুন আমি ব্যাখ্যা করছি। 

আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

মিসির আলি বসলেনসুলতান বলল, চেয়ারের কনট্রোলগুলি দেখে নিনপায়ের এখন আর আপনার কোন ব্যবহার নেই চেয়ার ঘােরানাে, সামনে পেছনে যাওয়া, সবই এখন থেকে করবেন হাতেকাজটা এক হাতেও করতে পারেন তবে দুটা হাত ব্যবহার করলে পরিশ্রম কম হবে। 

মিসির আলি বললেন, আমারতাে আর এই চেয়ারে বসে অভ্যস্ত হবার দরকার নেইআমি বসলাম আমার মতােআপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। 

সুলতান বলল, স্যার লিলি আপনাকে চাচাজি ডাকেসেই সূত্রে আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। 

আচ্ছা বলব। 

এখন বলি কেন আপনার জন্যে হুইল চেয়ারের ব্যবস্থা করলামআমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপ ফিট করিতারপর আসে ফোকাসের ব্যাপারটাটেলিস্কোপ স্ট্যান্ডে বসিয়ে এই কাজটা আমাকে করতে হয় হুইল চেয়ারে বসেএকবার টেলিস্কোপ সেট করা হয়ে গেলে সেখানে আর হাত দেয়া যাবে নাসেটিং বদলানাে যাবে নাস্যার বুঝতে পারছেন পারছি। 

হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপ সেট করলামতারপর হুইল চেয়ার নিয়ে সরে গেলামআপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেনআপনাকে কষ্ট করতে হলাে নাআপনাকে আর দাঁড়িয়ে, হাঁটু গেড়ে কিংবা কুঁজো হয়ে টেলিস্কোপে চোখ রাখতে হবে নাহুইল চেয়ারের লজিকটা কি এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে

আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

মিসির আলি হাসিমুখে বললেন, হ্যা পরিষ্কার হয়েছেখুবই যুক্তিযুক্ত ব্যাখ্যাব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে শুরুতে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মত খেয়েছিলাম। 

সুলতান হাসতে হাসতে বলল, আজ যেমন মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কার মত খেলেনমন্দিরে ঢুকে দেখলেন গৌর কালীর মূর্তি দেখতে অবিকল লিলির মত এরও কিন্তু অত্যন্ত সরল ব্যাখ্যা আছে। 

কী ব্যাখ্যা

গৌর কালীর মূর্তি বাবু অশ্বিনী কুমার অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেনএই মূর্তিই পরে আমি বানিয়েছিহুইল চেয়ারে বসে জীবন কাটে নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল এঞ্জেলা হবার হাস্যকর চেষ্টাছেনি হাতুড়ি নিয়ে পাথর কাটাকাটি। মূর্তিটা সুন্দর হয়েছে। 

মােটেও সুন্দর হয় নিমুখের আদলটা শুধু এসেছেআর কিছু আসে নিনগ্ন মূর্তি বলে আপনি লজ্জায় ভালােমত তাকান নিভালােমত তাকালে ত্রুটিগুলি ধরতে পারতেনমূর্তির একটা হাত বড়, একটা ছােটপায়ের প্রােপশন ঠিক হয় নিহাঁটু যেখানে থাকার কথা তারচেউঁচুতে হয়েছেআপনি এখন যদি দেখেন তাহলে ত্রুটিগুলি চোখে পড়বেমূর্তিটা নগ্ন কেন বানিয়েছি সেই ব্যাখ্যা শুনতে চান ? তারও ব্যাখ্যা আছে। 

আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

নাএর ব্যাখ্যা আমার কাছে আছেগৌর কালীর মূর্তিটা ছিল নগ্ন তুমি মন্দিরে গৌর কালী প্রতিষ্ঠা করতে চেয়েছঅতীত ফিরিয়ে আনার চেষ্টাইংরেজিতে সহজভাবে বলা যায় An attempt to recreate the past

ব্যাপারটা তাই বাবু অশ্বিনী রায়ের ঘটনাটা আমাকে খুবই আলােড়িত করেআমার মূর্তি বানানােতেও তার একটা ছায়া পড়েছে। 

মিসির আলি বললেন, তােমার কি মাঝে মাঝে নিজেকে বাবু অশ্বিনী কুমার মনে হয়

সুলতানকে দেখে মনে হলাে মিসির আলির এই কথায় সে একটা ধাক্কার মত খেয়েছেনিজেকে সামলাতে তার সময় লাগছেতার ভুরু কুঁচকে আছেচোখের দৃষ্টি তীক্ষ্ণসে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার

আমি বললাম, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হলােকোনাে মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবন যাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। 

সুলতান কঠিন গলায় বলল, অশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলারসে ঠাণ্ডা মাথায় একের পর এক মানুষ খুন করেছেখুনগুলি করেছে অতি প্রিয়জনদেরনিজের কন্যাতাকে আমার পছন্দ হবে কেন

আমিই মিসির আলি-পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্রমানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দরও করে। সবাই করে নাকেউ কেউ হয়ত করেসুন্দরের পূজাও সবাই করে নাকেউ কেউ করে । 

সুলতান অসহিষ্ণু গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। 

মিসির আলি শান্ত গলায় বললেন, আমার ধারণা অশ্বিনী বাবুর ব্যাপারটা তােমার মাথায় ঢুকে গেছেতুমি তার মতাে করে জীবন যাপন করতে চাচ্ছ। 

তুমি আকাশের তারা দেখ কারণ অশ্বিনী বাবু দেখতেন। 

সুলতান কঠিন গলায় বলল, আপনাকে কে বলল অশ্বিনী বাবু তারা দেখতেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *