আমিই মিসির আলি-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

লিলি বলল, অশ্বিনী বাবুর ডায়েরি পড়ে কি তথ্য বের করলেন বলুন শুনিমাত্ৰতাে পড়া শুরু করেছিযা পড়েছেন সেখান থেকে এখনাে ইন্টারেস্টিং কিছু বের করতে পারেন নি

আমিই মিসির আলিপুন্নাগ ফুলের কথা লেখা আছেখুব আগ্রহ করে লেখাএই ফুল বেটে গায়ে মাখলে গায়ের রঙ উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেনএর থেকে ধারণা করা যায় যে গায়ের রঙ নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেনআমার ধারণা তার মেয়েগুলির গায়ের রঙ ছিল কালতিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন যে কালী হলাে গৌর কালী অর্থাৎ সেই কালীর গায়ের রঙও শাদা। তার মানে গায়ের রঙের প্রতি অশ্বিনী বাবুর মনে অবসেসন তৈরি হয়েছিল । 

লিলি মুগ্ধ গলায় বলল, বাহ আপনিতাে চট করে একটা ব্যাপার ধরে ফেলেছেন

মিসির আলি বললেন, আমি একটা হাইপােথিসিস দাঁড় করিয়েছিহাইপােথিসিসটা সত্যি কি না তার এখনাে প্রমাণ হয় নি। 

লিলি একটু ঝুঁকে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা চাচাজি মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়ে যায় এটা কি আপনি জানেন

মিসির আলি সােজা হয়ে বসতে বসতে বললেন, অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই। বাড়ি হলাে বাড়ি, ইট পাথরের একটা স্ট্রাকচারএর বেশি কিছু না। 

লিলি বলল, চাচাজি আমার কথা শুনুন, এমন অনেক বাড়ি আছে যেখানে বিশেষ কিছু ঘটনা বার বার ঘটতে থাকেএকটা চক্রের মতাে ব্যাপারচক্র ঘুরতে থাকেএই বাড়িটাও সে রকম একটা বাড়ি। 

তার মানে

আমিই মিসির আলি-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

এই বাড়িটাও একটা চক্রের মধ্যে পড়ে গেছেআপনি এমন বুদ্ধিমান একজন মানুষ আপনার চোখে চক্রটা পড়ছে না কেন

মিসির আলি বললেন, চক্র বলে কিছু নেই লিলি। 

লিলি চাপা গলায় বলল, চক্র অবশ্যই আছেঅশ্বিনী বাবু তাঁর বাড়িতে গৌর কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেনসুলতানও কী তাই করে নি? মন্দিরে সে কী একটি মূর্তি রাখে নি ? চাচাজি আমার ভালাে লাগছে নাআমি যাচ্ছিআপনি ঘুমিয়ে পড়নআজ রাতে বৃষ্টি থামবে নাসারারাত বৃষ্টি হবেকালও বৃষ্টি হবেবিছানা থেকে নেমে ছিটকিনি লাগানশেষে দেখা যাবে ছিটকিনি না লাগিয়েই আপনি ঘুমিয়ে পড়েছেনবাড়িতে কখনাে ছিটকিনি না লাগিয়ে ঘুমুবেন নাকখনাে না। 

মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজার ছিটকিনি লাগালেন বিছানায় এসে বসলেনঅশ্বিনী বাবুর ডায়েরি এখন আর তার পড়তে ইচ্ছা করছে নাবৃষ্টির বেগ আরাে বাড়ছে। গাছের পাতায় শোঁ শোঁ শব্দ হচ্ছেমিসির আলি চোখ বন্ধ করে শুয়ে আছেনতার খুবই অস্থির লাগছেচক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না। বিশ্বব্রহ্মাণ্ডে চক্ৰতাে আছেইপৃথিবী ঘুরছে সূর্যের চারদিকেপ্রতিবারই একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। ঘুরছে গ্যালাক্সি

অতি ক্ষুদ্র যে ইলেকট্রন সেও ঘুরপাক খাচ্ছে নিউক্লয়াসের চারদিকেপদার্থের সর্বশেষ অবস্থা ল্যাপটনসএর ভর নেই, চার্জ নেইঅস্তিত্বই নেই, শুধু আছে ঘূর্ণনস্পিনজন্মের পর মৃত্যুজীবন চক্রবিগ বেংমহাবিশ্ব তৈরি হলমহাবিশ্ব ছড়িয়ে পড়ছেকোনাে এক সময় আবার তা সংকুচিত হতে শুরু করবেআবার এক বিন্দুতে মিলিত হবেআবার বিগ বেং আবারাে মহাবিশ্ব ছড়াবেThe expanding Universe..

মিসির আলি কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না।

আমিই মিসির আলি-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ 

তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দেকে যেন তার গায়ে গরম নিঃশ্বাস ফেলছেখুবই অস্বাভাবিক ব্যাপারঘরের দরজা বন্ধবাইরের কারাে ঢোকার কোনাে পথ নেইমিসির আলি চোখ মেললেনহারিকেনের আলােয় স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর। কুকুরটার মুখ তার মাথার কাছে, তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছেপশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়এর চোখও সবুজ।  

তাকিয়ে আছে এক দৃষ্টিতেমিসির আলি চোখ বন্ধ করে ফেললেনব্যাপারটা স্বপ্নতাে বটেইঅত্যন্ত জটিল স্বপ্ন যা মস্তিষ্কের অতল গহ্বর থেকে উঠে এসেছে। 

কুকুরটা চাপা শব্দ করছেএই শব্দও স্বপ্নের অংশকুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছেএইত এখন ফিরে আসছেআবার যাচ্ছেএখন সে খাটের চারদিকে পাক খেতে শুরু করেছেকুকুরটা ঘুরছে চক্রাকারে । আবারােসেই চক্র চলে এলচক্রের হাত থেকে মানুষের মুক্তি নেইমিসির আলি চোখ মেললেনঅতি সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকেদরজা খােলাখােলা দরজা দিয়ে ঠাণ্ডা বাতাস আসছেবৃষ্টি থেমে গেছে। বাতাসও হচ্ছে না। 

দরজা খুলল কীভাবে? বাইরে থেকে দরজা খােলার কোনাে ব্যবস্থা কী আছে? এটা নিয়ে চিন্তা করার কোনাে অর্থ আছে ? কোনােই অর্থ নেইস্বপ্নে বন্ধ দরজা, খােলা দরজা বলে কিছু নেইস্বপ্নের লজিক খুঁজতে যাওয়া অর্থহীনরাত কত হয়েছে ? টেবিলের উপর হাত ঘড়িটা রাখা আছেঘড়ি দেখতে হলে তাঁকে উঠে বসতে হবেতাতে শব্দ হবেকুকুরের দৃষ্টি আকর্ষণ করা হবেএই কাজটা এখন কিছুতেই করা যাবে না ভয়ঙ্কর এলশেশিয়ান কুকুরতার মনে কোনাে রকম সন্দেহ উপস্থিত হলেই সে ঝাঁপ দিয়ে পড়বেমিসির আলির হাত পা ঠাণ্ডা হয়ে এলখুব পানির তৃষ্ণা হচ্ছেতৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। 

আমিই মিসির আলি-পর্ব-(২০)-হুমায়ূন আহমেদ

এই তৃষ্ণাবােধ মিথ্যাকারণ পুরাে ব্যাপারটাই মিথ্যাতিনি স্বপ্ন দেখছেনএর বেশি কিছু নাকুকুরটা যদি তার উপর ঝাঁপ দিয়েও পড়ে তাতে তার কিছু হবে নাবরং লাভ হবেদুঃস্বপ্ন ভেঙে যাবেতিনি মিথ্যামিথ্যি জাগবেন নাসত্যিকার অর্থেই জাগবেনতখনাে দি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন তৃষ্ণা না থাকলে চা খাবেনচা খাবার পর একটা সিগারেট। 

মিসির আলি খুব সাবধানে বিছানায় উঠে বসলেনকুকুরটা হাঁটা বন্ধ করে স্থির হয়ে গেলসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেতার লেজ লড়ছেএর মানে কি এই যে সে ঝাপ দেয়ার প্রস্তুতি নিচ্ছে ? মিসির আলি এখন মনেপ্রাণে চাচ্ছেন কুকুরটা তার উপর ঝাপ দিয়ে পড়ুকস্বপ্ন ভেঙে যাককুকুর ঝাপ দিচ্ছে নাসে এক দৃষ্টিতে তাকিয়ে আছেআচ্ছা অশ্বিনী বাবুর কী কুকুর ছিল ? জিজ্ঞেস করে জানতে হবে| দরজায় শব্দ হলােটক টক করে মাের্সকোডের মতাে শব্দ করছেযেন কেউ কোনাে সংকেত দিচ্ছেমিসির আলি দরজার দিকে তাকালেনখােলা দরজার ওপাশে কাউকে দেখা যাচ্ছে নাতবে কেউ যে আছে তা বােঝা যাচ্ছেযে আছে তাকে মিসির আলি চেনেন নাকিন্তু কুকুরটা চেনেসে দরজার দিকে এগিয়ে যাচ্ছেকুকুরটা সিড়ি বেয়ে নামছেতার নেমে যাবার শব্দ পাওয়া যাচ্ছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *