আমিই মিসির আলি-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

বরকত শীতল গলায় বলল, সব সময় চাবি উনার কাছে থাকে নাযখন আপনের মতাে কেউ বেড়াইতে আসে তখন চাবি উনার কাছে থাকে

আমিই মিসির আলি মিসির আলি বললেন, যাতে অতিথিরা পালিয়ে যেতে না পারে সেই জন্যে ? কি জন্যে সেইটা আমি জানি না বড় সাহেব জানে। 

আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়তে যাও। তােমার নামাজের দেরি হয়ে যাচ্ছেশেষে নামাজ কাজা হবে। 

বরকত গম্ভীর মুখে বলল, ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় নাএর একটা ইতিহাস আছেইতিহাসটা শুনবেন

বল শুনি। 

নবীয়ে করিম একবার দেরি কইরা ঘুম থাইকা উঠছিলেননবীয়ে করিমের জন্যে আমরা মাফ পাইছি। 

এটা জানতাম না। 

ভদ্রলােকরা সব বিষয়ে জানে, ধর্মকর্ম বিষয়ে জানে নাএইটা একটা আফসােস । 

আফসােস তাে বটেইবরকত তােমার সঙ্গে কথা বলে ভালাে লাগলআমি বাগানের দিকে যাচ্ছি তুমি নামাজ শেষ করে চা নিয়ে এসােদুকাপ চা আনবেআমার জন্যে এক কাপ তােমার জন্যে এক কাপআমরা চা খেতে খেতে গল্প করবভালাে কথা আমি যখন তােমাকে ডাকলাম তুমি এত ভয় পেলে কেন ? ভয়ে হাত থেকে একেবারে বদনা পড়ে গেল। 

আমিই মিসির আলি-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

বরকত জবাব দিল না, তার ঠোটের কোণায় অস্পষ্ট হাসির রেখা দেখা গেলমিসির আলি হাঁটতে শুরু করলেন, চেরী গাছের নিচে এসে দাঁড়ালেনতাঁর দৃষ্টি মাটির দিকেহুইল চেয়ারের কোনাে দাগ কি মাটিতে আছে ? থাকার কোনােই কারণ নেইকাল রাতে যা দেখেছেন তার পুরােটাই স্বপ্নএই সত্য সন্দেহাতীতভাবে সত্যতারপরেও দেখামানুষের মন এমন যে একবার কোনাে বিষয়ে সন্দেহ উপস্থিত হলে সেই সন্দেহ আর যেতেই চায় নাকাপড়ে ময়লা লেগে যাবার মতােযত ভালাে করেই থােয়া হােক অস্পষ্ট দাগ থেকেই যায়সেই দাগ বারবার ধুতে ইচ্ছা করে। 

হুইল চেয়ারের পায়ের রেখা ভেজা মাটিতে আছে। মিসির আলির ভুরু কুঞ্চিত হলােস্বপ্নের একটি অংশ কী সত্যি ? মানুষ যেমন মিথ্যা কথা বলার সময় মিথ্যার সঙ্গে কিছু সত্য মিশিয়ে দেয়, স্বপ্নেও কি সে রকম কিছু ঘটে ? মস্তিষ্ক স্বপ্নের সঙ্গে সামান্য বাস্তব মিশায়মিসির আলি হুইল চেয়ারের দাগ ধরে এগুতে লাগলেনতাঁকে বেশিদূর যেতে হলাে না, তার আগেই থমকে দাড়াতে হলােলাইব্রেরি ঘরের বারান্দা থেকে সুলতান বলল, স্যার কী করছেন ? সুলতানের গলায় চাপা কৌতূহল। 

মিসির আলি বললেন, কিছু করছি নাহাঁটছি, প্রাতঃভ্রমণ বলতে পার। 

আমার কাছে মনে হচ্ছিল মাটিতে কী যেন খুঁজতে খুঁজতে এগুচ্ছেনকী খুঁজছেন ? হুইল চেয়ারের পায়ের দাগ

আমিই মিসির আলি-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

মিসির আলি বললেন, হ্যাতুমি কাল রাতে হুইল চেয়ার নিয়ে বাগানে ঘুরেছকোথায় কোথায় গিয়েছিলে তাই দেখছিলাম। 

এই অনুসন্ধানের আপনার বিশেষ কোনাে কারণ আছে কি? না তেমন কোনাে কারণ নেই

শেষ রাতের দিকে বৃষ্টি থামলআকাশ পরিষ্কার হলােআমি বাগানে ঘুরছিলাম, এবং আকাশ দেখছিলাম। 

সুলতান হুইল চেয়ার নিয়ে লাইব্রেরি ঘরের বারান্দা থেকে নিচে নামতে শুরু করলহুইল চেয়ারে বারান্দা থেকে বাগানে নামার জন্যে ব্যবস্থা করা আছেতার পরেও তাকে নামতে হচ্ছে সাবধানেসুলতান সহজ গলায় বলল, পঙ্গু মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছা করেবাগানে যেতে ইচ্ছা করে। 

শীতের সময় বাগানে ঘুরে বেড়ানাে সহজবর্ষার সময় বেশ কঠিনকাদায় চাকা ডেবে যায়তখন পেছন থেকে কাউকে ঠেলতে হয়স্যার আপনার রাতের ঘুম ভালাে হয়েছিল

হ্যা ভালাে হয়েছে। বেশ ভালাে, নাকি মােটামুটি ভালাে ? বেশ ভালােআপনি কি আর্লি রাইজার

আজ কীভাবে কীভাবে যেন ঘুম ভেঙে গেছে। আমার কপালে সূর্যোদয় দৃশ্য নেইশুধুই সূর্যাস্তের দৃশ্য। 

সুলতান হালকা গলায় বলল, আমার কপালে সূর্যোদয় দৃশ্য প্রচুর পরিমাণে আছেআমি রাতে ঘুমাই নাসকালে সূর্য দেখে ঘুমাতে যাইআমার কপালে সূর্যাস্ত নেই। 

মিসির আলি বললেন, আমি তােমাকে ঘুম থেকে বঞ্চিত করছি, যাও শুয়ে পড়। 

আমিই মিসির আলি-পর্ব-(২২)-হুমায়ূন আহমেদ

সুলতান বলল, না, আজ আমি আপনার সঙ্গে গল্প করবচলুন নীল মরিচ ফুল গাছটার কাছে যাইআপনি বেদীতে বসবেনআমি বসব হুইল চেয়ারেআমাদের আই লেভেল ঠিক থাকবে। 

মিসির আলি বললেন, বরকতকে চা নিয়ে আসতে বলেছিলামতুমি চা খাবে

খেতে পারিচায়ে চিনি কতটুকু খাও ? কেন জানতে চান বলুন তাে? বিশেষ কোনাে কারণ নেই। এমি জিজ্ঞেস করলাম। 

দুচামচআমার ধারণা ছিল তুমি চায়ে চিনি খাও নারকম ধারণা হবার কারণ কী ? মধু খাও না তাে তাই ভাবলাম মিষ্টি জাতীয় কিছুই খাও না। সুলতান শীতল গলায় বলল, মধু খাই না আপনাকে কে বলল

মিসির আলি হাসিমুখে বললেন, কেউ বলে নিআমার ধারণা তুমি খাও না। অন্যদের আগ্রহ করে খাওয়াও। আমার ধারণাটা কি ঠিক

হ্যা আপনার ধারণা ঠিকআমি মধু খাই না এই ধারণা আপনার কেন হলাে এটা বুঝতে পারছি নাব্যাখ্যা করবেন

আমার সিক্সথ সেন্স রকম বলছিল। 

সুলতান কঠিন গলায় বলল, সিক্সথ সেন্স বলে কিছু নেইএটা আপনি যেমন জানেন, আমিও জানি। আমি মধু খাই না এটা কেন বললেন

সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেসে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেতার হাতের মুঠি বন্ধপ্রতিটি লক্ষণ বলে দিচ্ছে সে রেগে গেছেরাগ সামলাতে পারছে নামিসির আলি সুলতানের রাগটাকে তেমন গুরুত্ব দিলেন বলে মনে হলাে নাযেন তিনি ধরেই নিয়েছেন সুলতান রাগবেমিসির আলি গাছের বেদীতে পা তুলে বসলেনস্বাভাবিক গলায় বললেন, সুলতান তােমার কাছে কি সিগারেট আছে ? দিনের প্রথম চাটা সিগারেট দিয়ে খেতে হয়আমি আমার প্যাকেট ভুলে উপরে রেখে এসেছিসিগারেট হাতে নিয়ে বসে থাকি। এর মধ্যে চা চলে আসবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *