২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনার খুব হাতের নাগালে ছিলো।হিগুয়েনের সহজ গোল মিসে নিশ্চিত বিশ্বকাপ জয়ের আনন্দ থেকে বঞ্চিত আর্জেন্টিনা।অল্পের জন্য ২৮ বছরের আক্ষেপ খুচাতে পারলো না মেসিরা। এছাড়া পরপর দুই কোপার ফাইনালে তার গোল মিসের নজির আছে।তাই আর্জেন্টাইন সমর্থকদের কাছে এক ভিলেনের নাম গঞ্জালো হিগুয়েন।
আগামী ২৩ ও ২৭ মার্চ বিশ্বকাপের প্রস্তুতি পর্ব হিসেবে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যে এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিাইন কোচ হোর্হে সাম্পাওলি।
সাম্পাওলি ঘোষিত ২২ সদস্যের দলে ডাক পেয়েছেন হিগুয়াইন। গোড়ালির গাটের চোটের কারণে বর্তমানে অবশ্য মাঠের বাইরে আছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর সঙ্গে জায়গা পাওয়া নিয়ে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আসছে দুটি প্রীতি ম্যাচের দলে জুভেন্টাসের স্ট্রাইকার হিগুয়াইন জায়গা পেলেও বাদ পড়েছেন তার ক্লাব সতীর্থ পাওলো দিবালা ও ইন্টার মিলানের অধিনায়ক মাউরো ইকার্দি।
হিগুয়াইনের প্রসঙ্গে সাম্পাওলি বলেন, ‘আমার চোখে সে পরিণত। তার সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে সন্তুষ্ট করেছে।’
“এমন ফুটবলার দরকার যাদের ডাকলে আমাদের ভালো একটি বিশ্বকাপের নিশ্চয়তা পাওয়া যাবে। দিবালা, (আতালান্তার প্লেমেকার আলেহান্দ্রো) গোমেস ও ইকার্দির মতো খেলোয়াড়দের আমরা ভালো করে জানি। তবে তুলনার জন্য আমরা অন্যদেরও দেখতে চাই। এই দুই প্রীতি ম্যাচ দলে কারো জায়গা নিশ্চিত করবে না।”
বিশ্বকাপের দল ৮০ শতাংশ ঠিক হয়ে গেছে বলে বিশ্বাস সাম্পাওলির। তবে বাকি জায়গাগুলো ঠিক করাটা ‘আরও বেশি জটিল’ বলে জানালেন চিলি ও সেভিয়ার সাবেক কোচ।
সাম্পাওলি আরও জানায় এটাই বিশ্বকাপের র্চড়ান্ত দল নয়।দীর্ঘদিন বাইরে থাকা স্ট্রাইকার কার্লোস তেভেসও তার বিবেচনায় আছেন ফিরতে পারে নয়া শেনসেশন পিয়ালো দিবালা।
আর্জেন্টিনার ২২ সদস্যের দল–
গোলকিপার: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), উইলি কাবাইয়েরো (চেলসি)
ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস অটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড) রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), এদুয়ার্দো সালভিও (বেনফিকা) নিকোলাস তাগলিয়ফিকো (আয়াক্স)
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফরচুন), লুকাস বিগলিয়া (এসি মিলান) এভার বানেগা (সেভিয়া), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি),ডি মারিয়া (পিএসজি), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো সেলসো (পিএসজি)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (ইউভেন্তুস) দিয়েগো পেরোত্তি (রোমা)