আহমদ ছফা এর জীবনী ও সাহিত্যকর্ম

আহমদ ছফা এর জীবনী ও সাহিত্যকর্ম

তিনি চট্টগ্রামের গাছবাড়িয়া জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালে প্রফেসর আবদুল রাজ্জাককে স্মরণ করে রচনা করেন ‘যদ্যপি আমার গুরু । আহমদ ছফার সর্বাধিক আলোচিত সাতচল্লিশের দেশভাগ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ—দীর্ঘ এ কালখণ্ডে বুদ্ধিজীবীরা কীভাবে আত্মবিক্রির … পক্ষে প্রবন্ধ-নিবন্ধ রচনা, গল্প-উপন্যাসে পাকিস্তান প্রশস্তি, স্বৈরশাসকের জীবনী অনুবাদ—এসব বিষয়কে ছফা দেখেছেন লেখকদের মেরুদণ্ডহীনতার চূড়ান্ত প্রমাণ হিসেবে।

আহমদ ছফা

  • তিনি জন্মগ্রহণ করেন – ৩০ জুন ১৯৪৩ সালে ।
  • ’একজন আলী কেনানের উত্থান পতন’ কার রচনা – আহমদ ছফা ।
  • তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন – উত্থানপূর্ব ।
  • ’যদ্যপি আমার গুরু’ কার রচনা – আহমদ ছফা ।
  • ’গাভী বৃত্তান্ত’ কার রচনা – আহমদ ছফা ।
  • ’গো হাকিম’ কোন জাতীয় রচনা – শিশুতোষ গ্রন্থ ।
  • তাঁর লেখা ‘দোলা আমার কনক চাপা’ কোন জাতীয় রচনা – শিশুতোষ ।
  • ’দোলা আমার কনক চাপা’ শিশুতোষ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৮ সালে ।
  • ’গো হাকিম’ গ্রন্থটি রচনা করেন – আহমদ ছফা ।
  • তাঁর রচিত ’যদ্যপি আমার গুরু’ প্রবন্ধগ্রন্থটি প্রকশিত হয় – ১৯৬৭ সালে ।
  • ’ওঙ্কার’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • ’মরণ বিলাস’ উপন্যাসের রচয়িতা – আহমাদ ছফা ।
  • তাঁর রচিত ‘সিপাহীযুদ্ধের ইতিহাস’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’বুদ্ধির বৃত্তির নতুন বিন্যাস’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’মরণ বিলাস’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৯০ সালে ।
  • ’সূর্য তুমি সাথী’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।

আহমদ ছফা এর জীবনী

  • তাঁর রচিত ‘বিহঙ্গ পুরান’ (১৯৮৬) একটি – উপন্যাস ।
  • ’বাঙালি মুসলমানের মা’ প্রবন্ধগ্রন্থটির রচয়িতা – আহমদ ছফা ।
  • ’জাগ্রত বাংলাদেশ’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭১ সালে ।
  • ’সাম্প্রতিক বিবেচনা’ তাঁর রচিত একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’ওঙ্কার’ উপন্যাসের রচয়িতা – আহমদ ছফা ।
  • ’ওঙ্কার’ উপন্যাসটি কোন সালে প্রকাশিত হয় – ১৯৭৫ সালে ।
  • তাঁর রচিত ‘তানিয়া’ (১৯৬৭) একটি – অনুবাদ ।
  • তিনি ‘নিহত নক্ষত’ গল্পটি রচনা করেন – ১৯৬৯ সালে ।
  • ’ওঙ্কার’ উপন্যাসটি কোন পটভূমিতে লেখা – ৬৯ এর গণঅভ্যুত্থানের ।
  • তাঁর সম্পাদিত ‘দুঃখের দিনে দোহা’ কোন জাতীয় রচনা – গল্প ।
  • ’ওঙ্কার’ উপন্যাসের পরিচয় দাও – আহমদ ছফা রচিত এ উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সাথে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে । আর এই ঘটনা সূত্র ধরে উপন্যাসটির কাহিনী গতি লাভ করে । এটি মূলত ’৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে ।
  • তাঁর ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • ’ফাউস্ট’ কোন ধরনের রচনা – অনুবাদ ।
  • তাঁর ‘বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলি’ একটি – অনুবাদ ।

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *