উইকেট তালিকায় শীর্ষে রয়েছেন ফাহিম আশরাফ।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে দ্বিতীয়বারের মতো শিরোপার জিতে নিলো মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেড। প্রথমবারের মতো পিএসএল অনুষ্ঠিত হলো পাকিস্তানের করাচিতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর তাতে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে রাহাত আলীর মতো মিডিয়াম মানের ব্যাটসম্যানের হাত ধরে  রীতিমত বাজিমাত করলো ইউনাইটেড।

পিএসএলে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব শেষ করে ইসলামাবাদ ইউনাইটেড। কিন্তু কোয়ালিফায়ারে উঠেই এক লাফে ফাইনাল। আর অপেক্ষাকৃত জালমিকে হারিয়ে শিরোপায় দ্বিতীয় চুম্বন।

হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে সবার চোখ ছিল হার্ডহিটার কামরান আকমল ও কিউই ব্যাটিং দানব লুক রনকির উপর। কারণ পিএসএলে ফাইনালের আগে ১২ ম্যাচে ৪২ গড়ে ৪২৪ রান ছিল কামরানের। অন্যদিকে ১০ ইনিংসে ৩৮৩ রান নিয়ে তৃতীয়তে ছিল রনকি।  কিন্তু ফাইনালে মোটেও ভালো করতে পারেনি কামরান, উল্টো বাজিমাত দেখিয়েছেন রনকি।  ম্যাচটিতে রনকির ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে ভর করে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালিমিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ছোঁয়ার সুযোগ মিলে মিসবাহ, শাদাব খানদের।

পাকিস্তানসহ গোটা ক্রিকেটবিশ্বকে আনন্দ দিয়ে পর্দা নামলো পিএসএলের। এখন হিসেব নিকেশ চলছে কার কেমন অর্জন হলো কিংবা কে কতটা আধিপত্য দেখাতে পেরেছেন আসরটিতে।  গোনিউজ পাঠকদের জন্য প্রথম পর্বে তুলে ধরছি বোলাররা কে কতটা উইকেট শিকার করেছেন সদ্য শেষ হওয়া আসরে।

পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে বোলিং সেক্টরে উইকেট তালিকায় শীর্ষে রয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের তরুণ বোলার ফাহিম আশরাফ। ১২ ম্যাচে মোটে ৪০ ওভার বোলিং করে ১৮ উইকেট তুলে নিয়েছেন তিনি।  ওভার প্রতি ৭.৭৫ ইকোনমি রেটে রান খরচ করেছেন তিনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *