আগামীকাল মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনাল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টানা দুইম্যাচে হারিয়ে বাংলাদেশ দল অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে। এর আগে ভারতের সাথে সাতবারের মোকাবেলায় একবারও জিতেনি টিম বাংলাদেশ। একে তো শক্ত প্রতিপক্ষ ভারত, তাঁর ওপর ফাইনাল বলে কথা। একটু শংকার মেঘ উঁকি দেয়ার কথা বাংলাদেশ শিবিরে।
কিন্ত দলের অধিনায়ক সাকিবের কণ্ঠে সেসবের কিছুই পাওয়া গেলো না। উল্টো একদম প্রোফেশনাল দক্ষ ও পরিণত অধিনায়কের মত জানালেন, ‘আমরা কীভাবে ম্যাচটা খেলছি সেটার সবকিছু নির্ভর করছে। চাপ মনে করলেই চাপ, না মনে করলে কিছুই না। আমি নিশ্চিত এই ম্যাচ নিয়ে সবাই নির্ভার রয়েছে এবং আগামীকাল পর্যন্ত আমরা যদি এটা ধরে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুব ভাল হবে।‘
সাকিব আরও বলেন, ‘আমরা যদি মনে করি এটা ভারতের বিপক্ষে একটি বড় খেলা তাহলে এটা আমাদের জন্য চাপ হয়ে দাঁড়াবে। তারচেয়ে বরং আমাদের এটা মনে করা উচিৎ এটা ব্যাটে বলের লড়াই।‘
পিচ নিয়ে তেমন উদ্বিগ্ন নন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং হোক কিংবা বোলিং শুরুটা ভালো করতে চান তিনি।
অভিজ্ঞ ভারত দলের ব্যাটসম্যানদের সম্পর্কে সাকিব বলেন, ‘তাঁরা অনেকটা অভিজ্ঞ কিন্ত তাদের কাজটাও আমরা সহজ করতে দেবো না। খেলায় আমাদের শুরুটা ভালো করতে হবে এবং সে ধারাটা ধরে রাখতে হবে।‘