উদ্বোধনী ম্যাচের জন্য কেমন একাদশ সাজালো ধোনি-রায়নার দল।

শনিবার (৭ এপ্রিল) থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ঐতিহ্যবাহী ওয়াংখেড় স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের একাদশতম আসর। যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস, স্টার জলসা, স্টার মা।

আইপিএলের এবারের আসরে শিরোপা প্রত্যাশী চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে বহুদূর এগিয়ে যেতে বদ্ধপরিকর দলটি। আর সে জন্য বিশ্বতারকাদের ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে চেন্নাই। তবে উদ্বোধনী ম্যাচটিতে মাঠে নামার আগেই ডু প্লেসিসের ইনজুরিতে কিছুটা হলেও বিপদে দলটি। তাই মুরালি বিজয়ের সঙ্গে কে নামবে সেটা নিয়ে চিন্তিত টিম ম্যানেজম্যান্ট। তবে ওয়াটসন, ব্রাভোর ওপর ভরসা রাখতে পারে চেন্নাই। এদিকে আজকের ম্যাচে তিনে দেখা যাবে সুরেশ রায়নাকে। আর চারে ধোনি ও পাঁচে কেদার যাদবকে দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে।

আজকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে ম্যাচ সমতা গড়ার জন্য প্রস্তুত বোলার ইমরান তাহির-হরভজন সিং ও মার্ক উড। তবে ওয়াটসন ও ব্রাভোকে চতুর্থ-পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাপ্টেন কুল।

লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে আইপিএলের সবক’টি দলের বিপক্ষে বেশ দাপুটে জয় পেলেও একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না চেন্নাই সুপার কিংস। এ নিয়ে ২২ ম্যাচের মুখোমুখিতে ১০টিতে জয় এসেছে ধোনির দলের। অন্যদিকে ১২টি ম্যাচে হেরেছে তারা।

জেনে নিই দুই দলের কিছু অভ্যন্তরীণ হিসেব নিকাশ।

অধিনায়ক
মুম্বাই-রোহিত শর্মা
চেন্নাই-মহেন্দ্র সিং ধোনি

হেড টু হেড
মুম্বাই-১২
চেন্নাই-১০

স্টার অ্যাটাক
আইপিএলের চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন হরভজন সিং।

এবার দেখে নেয়া যাক উদ্বোধনী ম্যাচের জন্য কেমন একাদশ সাজালো ধোনি-রায়নার দল।

চেন্নাই সুপার কিংস: মুরালি বিজয়, স্যাম বিলিংস, সুরেশ রায়না, শেন ওয়াটসন, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা,হরভজন সিং,শার্দূল ঠাকুর, মার্ক উড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *