উড়ালপঙ্খি-পর্ব-(২০)-হুমায়ুন আহমেদ

মৌ ভাবি হয়তাে বা রাজি হয়ে যাবেন কিছুক্ষণের জন্যে আসতেনাটকের আরেকজন শিল্পীর বাসায় মুহিব একবার গেছে। শীলা আহমেদতাকে বললে সে অবশ্যই রাজি হবে উড়ালপঙ্খিতবে মেয়েটা এখন নাটক ছেড়ে দিয়েছেনাটক ছেড়ে দিলেও লােকজন তাকে চিনেএখন নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাবার জন্যে লােকজন তার পেছনে লেগে থাকে নাসেখানে হঠাৎ একজন কেউ উপস্থিত হলে খুশিতেই রাজি হয়ে যাবার কথা। 

একটা গাড়ির ব্যবস্থা রাখতে হবেকেউ রাজি হলাে, সঙ্গে সঙ্গে গাড়ি গিয়ে তাকে নিয়ে এলােনােরাদের তিনটা গাড়িদুজন ড্রাইভার একটা গাড়ি কখনাে ব্যবহারই করা হয় নাগাড়ি চাইলে নােরা কি দেবে ? দেয়ার তাে কথা। 

মুহিব নােরার বাড়ির দিকে রওনা হলােএগারােটা বাজেনােরাকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা একশ দশ ভাগনােরা রাত তিনটা সাড়ে তিনটার দিকে ঘুমুতে যায়এগারােটার আগে সে ঘুম থেকেই উঠে নাইউনিভার্সিটি খােলা থাকলেও নাসকালের সব ক্লাস তার মিস যায়। এখন ইউনিভার্সিটি বন্ধএগারােটার আগে ঘুম থেকে উঠার তার প্রশ্নই আসে নানােরার বাবা কি বাসায় আছেন ? ভদ্রলােকের পায়জামা-পাঞ্জাবিটা নিয়ে এলে হতােধােপাখানায় দিয়ে ইস্ত্রি করে রাখা উচিত ছিল| নােরা বাড়িতে আছেঘুম থেকে উঠেছে অনেক আগেসাজসজ্জা দেখেমনে হচ্ছে এক্ষুণি বের হবেমুহিব কিছু বলার আগেই নােরা বলল, তুমি হাতে সময় নিয়ে এসেছ তাে

মুহিব বলল, হ্যা

উড়ালপঙ্খি-পর্ব-(২০)-হুমায়ুন আহমেদ

মিনিমাম দুঘণ্টার জন্যে তুমি কিন্তু আটকা পড়ে গেলেতুমি খুবই ভুল সময়ে এসেছ। 

মুহিব কথার পিঠে সুন্দর কোনাে কথা বলার চেষ্টা করলকোনাে কিছুই মনে আসছে নাএদিকে সফিকের কোনাে তুলনা নেইকথার পিঠে কথা সফিকের মতাে সুন্দর করে কেউ বলতে পারে না। 

চা খাবে না কফি খাবে

নােরা বলল, চা না কফি খাওকারণ আমার কফি খেতে ইচ্ছা করছেআচ্ছা কফি দাও। 

আমার ঘরে চলে এসােঘর খুবই এলােমেলােতাতে নিশ্চয়ই তােমার সমস্যা হবে নাআমি মাঝে মাঝে ঘর খুব গুছিয়ে রাখি মাঝে মাঝে ইচ্ছা করে ঘর এলােমেলাে করে রাখিতুমি এসেছ এলােমেলাে সময়ে। 

৭২ 

মুহিব মনে মনে দীর্ঘনিঃশ্বাস ফেলল তুমি এসেছ এলােমেলাে সময়েকী সুন্দর কথা! এই কথার পিঠে যদি এরচেসুন্দর কোনাে কথা বলা যেত! যখন মুহিব মােটামুটি ইন্টারেস্টিং একটা সেনটেন্স মনে মনে গুছিয়ে এনেছে তখনই নােরা বলল, তুমি কি কোনাে কাজে এসেছ না সৌজন্য সাক্ষাৎ

কাজে এসেছিতুমি কি বাংলাদেশের গায়কগায়িকাদের চেন ? চিনব না কেন! অবশ্যই চিনি। 

তাদের সঙ্গে কি তােমার খাতির আছে ? তুমি কোনাে কথা বললে কি তারা রাখবে

উড়ালপঙ্খি-পর্ব-(২০)-হুমায়ুন আহমেদ

রাখবে নাকারণ আমি তাদের কাউকেই সহ্য করতে পারি নাওরাও আমাকে সহ্য করতে পারে নাওদের ধারণা আমি গান গাইতে পারি নাআমার গলায় সুর নেই অকারণেই আমাকে নিয়ে মাতামাতি হয়আর আমার ধারণা, ওরা কেউ ঠিকমতাে গাইতে পারে নাওদের গলায় সবই আছে, মমতা নেইতােমার কি গায়কগায়িকা দরকার ? কোনাে ফাংশনে গান গাইতে হবে

তা না । 

অল্প কথায় গুছিয়ে বলতে পারলে বলােআমি তােমাকে আমার ঘরে বসিয়ে রেখে গােসলে ঢুকবআমার গােসল সারতে এক ঘণ্টা লাগেএক ঘণ্টা পরে তােমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবদুঘণ্টা শেষ তুমি তােমার কাজে চলে যেতে পারবে। 

মুহিব হারুনের ব্যাপারটা বললএকটু বাড়িয়েই বললযেমন হারুন নিজেই এক টিন কেরােসিন কিনে এনেছেআত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন মৃত্যুর প্রতীক্ষা করছে। 

নােরা বলল, তােমার বন্ধু তাে মানসিকভাবে অসুস্থগায়কগায়িকা জোগাড় না করে তাকে বরং কোনাে মানসিক ডাক্তার দেখাওসবচে ভালাে কীজান কোনাে হিপনােটিস্ট দিয়ে তাকে হিপনােটাইজ করে সাজেশান দেয়াহিপনােটাইজ করাটা যদি আমি ভালােমতাে শিখতে পারতাম তাহলে আমি নিজেই করতামআমি অনেককে নিয়ে চেষ্টা করেছিআমার সাকসেস রেন্ট অনলি টুয়েন্টি পারসেন্টতুমি কি কাউকে হিপনােটাইজড হতে দেখেছ

উড়ালপঙ্খি-পর্ব-(২০)-হুমায়ুন আহমেদ

খুবই ইন্টারেস্টিং ব্যাপারতােমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব বলছিলাম না ? হিপনােসিস নিয়ে এক্সপেরিমেন্টতােমার আপত্তি নেই তাে

না। রিলাক্সড হয়ে বসােকোনােরকম টেনশন করবে নাটেনশন করার কিছু নেই। 

মুহিব রিলাক্সড হয়েই বসে আছেসে যে ঘরে বসে আছে সেটা নােরার শােবার ঘর নােরার খুবই ব্যক্তিগত একটা জায়গাসে বসেছে হালকা সবুজ রঙের নিচু একটা সােফায় সােফাটা নােরার বিছানার সঙ্গে লাগানােবিছানার চাদর এবং সােফা মনে হয় একই কাপড় দিয়ে বানানােঘরের পর্দাগুলির রঙও সবুজধবধবে শাদা মার্বেলের মেঝেমাঝখানে গাঢ় লাল রঙের কার্পেট ঘরটায় রঙ ঝলমল করছে অথচ কোনাে রঙ চোখে লাগছে না। 

| নােরা বাথরুমে ঢুকে গেছেশােবার ঘরের সঙ্গে লাগানাে বাথরুমমুহিব যেখানে বসেছে সেখান থেকে বাথরুমের দরজা দেখা যায়দরজার দিকে তাকিয়ে থাকতে মুহিবের লজ্জা লাগছে বলে সে অন্যদিকে তাকিয়ে আছেশাওয়ার দিয়ে পানি ঝরার শব্দ কানে আসছেসেই শব্দের সঙ্গে গলা মিলিয়ে মাঝে মাঝেই নােরা ঝিনিনি ঝিনিনি নি...মতাে সুর করছেশুনতে এত অদ্ভুত লাগে! বাথরুমের ভেতর থেকে সে মাঝে মাঝে মুহিবের সঙ্গে কথা বলছে কথাগুলি শােনাচ্ছে অদ্ভুতমনে হচ্ছে অনেক দূর থেকে অন্য কেউ কথা বলছে..

একা একা বাের হচ্ছ? না। 

আমার ঘরে অনেক ম্যাগাজিন আছেযেকোনাে একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাও, সময় কেটে যাবে। 

দরকার নেইসময় কাটাবার খুব ভালাে বুদ্ধি কী জানাে ? না। 

সময় কাটাবার সবচেভালাে বুদ্ধি মানুষকে যে প্রাণীটা দিয়েছে তার নাম গরু, The cow. জানাে ব্যাপারটা

গরু কী করে ? জাবর কাটেসময় কাটাবার জন্যে মানুষ এই কাজটা করতে পারেকাজটা একটু অন্যভাবে করতে হবেস্মৃতির জাবর কাটতে হবেকোনাে একটা ইন্টারেস্টিং স্মৃতি নিয়ে জাবর কাটাআমি এই কাজটা প্রায়ই করিএখন আমি কী করছি অনুমান করতে পার

না। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *