উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

নােরার আরেকটা খাস বাঙালি নাম আছেসেটা জানাে ? গানের ক্যাসেট বা সিডি যা বের হয় সেখানে তার বাংলা নামটা থাকেজানাে বাংলা নামটা ? উড়ালপঙ্খিজি, চন্দ্রাবতীচন্দ্রাবতী নামের অর্থ জানাে ? জিনা। 

চন্দ্রাবতী নামের অর্থ হলাে চাঁদের সখীনােরার একটা আরবি নামও আছেআরবি নামটা আমার মা রেখেছিলেনওয়ামিয়াএই নামের অর্থ হলাে বৃষ্টিমানুষের স্বভাবের উপর নামের প্রভাব পড়েএই কথাটা মনে হয়সত্যিবৃষ্টি নাম রাখার জন্যেই বােধহয় বৃষ্টি হলেই আমার মেয়ের মাথা খারাপের মতাে হয়ে যায় । 

মুহিবের ঝিমুনি ধরে গেছেনােরার বাবারও মনে হচ্ছে কথা বেশি বলার অভ্যাসতিনি ক্রমাগতই কথা বলে যাচ্ছেন এখন আর তার কথা মুহিব মনদিয়ে শুনছে নাসন্ধ্যা হয়ে গেছেঘর অন্ধকারমুহিবের ধারণা কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়বে

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

মুহিব জি। 

তুমি কর কী ? পড়াশােনা ? পড়াশােনা শেষ করেছিআমি বেকার। আচ্ছা

মুহিবের মনে হলাে সে নিজে ঘুমের মধ্যে কথা বলছেসে বেকার নাতার পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছেভিজে ন্যাতনাতে হয়ে গেছেতাতে কীসে কি ভুলটা শুদ্ধ করবে ? বলবে যে এখন সে এরনস ইন্টারন্যাশনাল নামের মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেথাক, দরকার কী । 

মুহিব! জি স্যারনােরার বন্ধুবান্ধদের আমি খুব পছন্দ করিকেন জানাে ? জিনা। 

পছন্দ করি কারণ বেশির ভাগ সময় আমি দেশের বাইরে থাকিনােরাকে ঘিরে একগাদা বন্ধুবান্ধব আছেএটা ভেবে নিশ্চিত বােধ করিআমি কী বলার 

চেষ্টা করছি বুঝতে পারছ

জি পারছিতােমাদের বাসা কোথায় ? ঝিকাতলা নিজেদের বাড়ি ? আমার বড়চাচার বাড়িসবাই এক সঙ্গে থাকিভালাে তােজয়েন্ট ফ্যামিলি উঠেই গেছেবাবামা বেঁচে আছেন ? জিশুনতেই তাে ভালাে লাগছেপিতামাতাপুত্রকন্যা সব এক ছাদের নিচে। 

মুহিব ঘুম ঘুম গলায় বলল, বাবা আমাদের সঙ্গে থাকেন নাআলাদা থাকেন। 

কেন

উনাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছেউনি এখন আর আমাদের পরিবারের সদস্য না। 

বলতে বলতে মুহিব আরাম করে ঘুমিয়ে পড়ল। 

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেনদুই কামরার ঘর, পেছনে বারান্দা আছেটিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকাসেখানেই রান্নার ব্যবস্থাগ্যাসের কারবার নেই, রাধতে হয় কেরােসিনের চুলায়সেটা শামসুদ্দিন সাহেবের জন্যে কোনাে ব্যাপার নাতিনি একা মানুষ বিশাল বাড়ি দিয়ে তিনি কী করবেন! তার দরকার ঘুমাবার জন্যে একটা জায়গামাথার উপর ফ্যান (তিনি গরম একেবারেই সহ্য করতে পারেন নাশীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয়

তার জন্যে সবচেসুবিধা হতাে যদি এক কামরার একটা ঘর হতােঘরের এক কোনায় রান্নার ব্যবস্থা থাকবেটুক করে পানি গরম করে এক কাপ চা খেয়ে ফেলাএক মুঠ চাল এক মুঠ ডাল দিয়ে খিচুড়িরান্নার শেষ পর্যায়ে চায়ের চামচে এক চামচ ঘি ব্যস ফুরিয়ে গেল। 

এক কামরার একটা ঘরই তার জন্যে যথেষ্ট ছিলএখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ নাফ্ল্যাট বাড়ি নাআলাদা বাড়িমাথার উপর টিনের ছাদরাতে টিনের চালে যখন বৃষ্টি হয় অদ্ভুত ভালাে লাগেজীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতাে নাসেটা সম্ভব হচ্ছে নাবাড়ি ছেড়ে দিতে হবেখুপড়ি খুপড়ি টিনের বাড়ি সব উঠে যাচ্ছেবিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবেলিফট থাকবে

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

আলাদা জেনারেটর থাকবেসব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নােটিশ দেয়া হয়েছেবাড়ি ছাড়ার শেষ সময়ও পার হয়ে গেছেবেশির ভাগই চলে গেছেশামসুদ্দিন সাহেব যেতে পারেন নিতিনি বাড়ি খুঁজে পাচ্ছেন নাবৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় নাবাড়িওয়ালা চোখ বড় বড় করে বলে, একা থাকবেন ? আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায়

তারা ঢাকায়তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি আলাদা থাকি । 

অ্যাডজাস্টমেন্ট হয় না কেন

শামসুদ্দিন সাহেব ধাঁধায় পড়ে যানকী জবাব দেবেন বুঝতে পারেন নাঅ্যাডজাস্টমেন্ট কেন হয় নাএটা তার ব্যক্তিগত ব্যাপারএটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছু নেইব্যাপারটা পুরােপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়াও যাবে নাবাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে। আপনি করেন কী ? মানে আপনার সাের্স অব ইনকাম কী ? কোচিং সেন্টারে পড়াইকী পড়ান

ইংরেজি পড়াইআমি একটা বেসরকারি কলেজের ইংরেজির শিক্ষক ছিলামরিটায়ার করেছি। আপনি যে একা থাকবেন অসুখবিসুখ হলে আপনাকে দেখবে কেমেজাজ খারাপ হবার মতাে প্রশ্নআমাকে কে দেখবে

সেটা আমার ব্যাপারতােমার মাসে মাসে ভাড়া পেলেই তাে হলাে। 

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

বাড়িওয়ালাকে এই ধরনের কথা বলা যায় নাবাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে কথা বলতে হয়স্রোতের পাংগাশ হতে হয়স্রোত যেদিকে পাংগাশ মাছ সেদিকেবাড়িওয়ালা স্রোত, ভাড়াটে পাংগাশ । 

| শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেনকেউ তাকে বাড়ি ভাড়া দেবেএরকম মনে হচ্ছে নাশেষপর্যন্ত হয়তাে সস্তা ধরনের কোনাে হােটেলেমাসকাবারি বন্দোবস্তে যেতে হবেএটাও খারাপ নাহােটেলে থাকা মানেই লােকজনের মধ্যে থাকাবয়বাবুর্চির আনাগােনার মধ্যে থাকাকোথাও টেলিফোনের দরকার পড়লম্যানেজারের অফিস থেকে টেলিফোনশরীরও এখন ভালাে যাচ্ছে নাকথা নেই বার্তা নেই হুট করে রাতদুপুরে একশ দুই একশ তিন জুরধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানিঢালবেপাঁচদশ টাকা বকশিশ ধরিয়ে দিলেই হলাে

তিনি হােটেল খোজা এখনাে শুরু করেন নিরােজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবেইত্তেফাক পত্রিকায় ছয়শ টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেনতাতে কিছু হয় কিনা সেটা দেখে জোরেসােরে হােটেলে ঘর খোজা শুরু করবেনইত্তেফাকের বিজ্ঞাপনটা এরকম— লজিং চাইইংরেজি ভাষা সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষকথাকাখাওয়ার বিনিময়ে লজিং চাই । 

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

এখনাে কোনাে জবাব আসে নিঢাকা শহরের লােকজন ছেলেমেয়েদের প্রাইভেট পড়ানাের ব্যাপারে আগ্রহী, তবে ঘরে টিচার রাখতে আগ্রহী নাঘরে লজিং রাখার ব্যাপার মনে হয় ঢাকা শহরের লােকজন ভুলে গেছেলজিং শব্দটা এসেছে Lodge থেকে। 

তাড়াতাড়ি কোনাে একটা লজিংএর ব্যবস্থা হলে ভালাে হয়কারণ কোচিং সেন্টারে কিছু সমস্যা হয়েছেকোচিং সেন্টারের মালিক চেংড়া এক ছেলেমাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখচোখ কুঁচকে বললশামসুদ্দিনসাহেব, আপনি দাড়ি রেখেছেন কেন ? এখন তাে আপনাকে দেখে মনে হয় মাদ্রাসার শিক্ষকছাত্রদের পড়াবেন ইংরেজি, গেটাপে স্মার্টনেস থাকবেমুখভর্তি যদি মওলানার মতাে দাড়ি থাকে তাহলে চলবে কীভাবে ? আজ দাড়ি রেখেছেন, পড়শু থেকে ধরবেন লম্বা আচকানতারপর চোখে দেবেন সুরমাকয়েক দিন পরে মাথায় বেতের গােলটুপিভাই, আমরা তাে ব্যবসা করতে এসেছিআমাদের শােশাথাকতে হবেথাকতে হবে না শামসুদ্দিন বললেন, জি থাকতে হবে। 

উড়ালপঙ্খি-পর্ব-(৮)-হুমায়ুন আহমেদ

ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেনআমার কোনাে সমস্যা নাই আমি নিজে পাঁচওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিদুবছর আগে ওমরা হজ করে এসেছিবুঝতে পারছেন কী বলার চেষ্টা করছি ? | কিছু না বুঝেই শামসুদ্দিন সাহেব বললেন, জি বুঝতে পারছি। 

আপনার বয়সও হয়েছেআপনি লােডও ঠিকমতাে নিতে পারছেন নাআমার দরকার অ্যানার্জেটিক লােকবুঝতে পারছেন

জি বুঝতে পারছি। 

আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনাে কমপ্লেইন নেইআমি শুনেছি আপনি ভালাে শিক্ষককিন্তু বয়সের ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *