একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন মা 

হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৫) গর্ভধারণের মাত্র সাত মাসের মাথায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন আজ সকাল পৌনে ১০ টায় । বাচ্চাগুলোর মধ্যে ৩ জন হলো ছেলে আর ২ জন মেয়ে । নির্দিষ্ট সময়ের পূর্বে প্রসব হওয়ার বাচ্চা গুলোর ওজন কম হয়েছে । মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো রয়েছে ঝুঁকিতে । 

 ৫ সন্তানের জন্ম দিলেন মা

বুধবার ( ১২ আগষ্ট ) সকাল ৯ টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে লাকসামের বেসরকারি একটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । গাইনি বিশেষজ্ঞ ডাক্তার লতিফা আহমদ চেক আপ করে জানান নরমাল ডেলিভারি হবে । তার কিছুক্ষন পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। তার বাড়ি সদর উপজেলার পোলইয়া গ্রামে ।

সন্তানদের বাবা বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও যায় । পাঁচ সন্তান জন্ম নেওয়ায় আনন্দিত হয়ে তাদের জন্য দোয়া চান । 

এই খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ৫ সন্তানকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভীড় জমায় উৎসুক জনতা ।

 

Read More

সদ্যেজাত ৫ শিশুর কেউই বেঁচে নেই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *