একাই অস্ট্রেলিয়াকে ধসালেন রাবাদা

রাবাদা

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনঠাসা হয়ে আছে স্মিথ বাহিনী। মূলত প্রোটিয়া বোলার রাবাদা-ফিল্ডারের বোলিং তোপে ব্যাকফুটে অজিরা।

শুক্রবার (৯ মার্চ) সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে ওয়ার্নার-ক্যামেরুন বেশ ভালোভাবেই পথ চলা শুরু করেন। ৩৮ রানে ক্যামেরুনের ফেরাতে ৯৮ রানে তাদের জুটি ভাঙে। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে ধসালেন রাবাদা

ফিলেন্ডারের দ্বিতীয় শিকার হয়ে উসমান খাজা ফেরেন মাত্র ৪ রানে। এরপর দারুণ খেলতে থাকা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন এনগিদি। ১১৭ রানে ৩ উইকেট খুইয়ে তখন বেশ বিপদে সফরকারিরা।

চতুর্থ উইকেটে এই বিপদ কিছুটা কাটিয়ে উঠেন স্টিভেন স্মিথ আর শন মার্শ। তাদের ৪৪ রানের জুটিটি ভাঙেন কাগিসো রাবাদা। অজি অধিনায়ক স্মিথকে (২৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারে বল করতে এসে শন মার্শকেও (২৪) একইভাবে বোকা বানান প্রোটিয়া এই পেসার। ওই ওভারেই দুই বল পর মার্শের আরেক ভাই-মিচেল মার্শকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে অজিদের একদম কোনঠাসা করে দিয়েছেন রাবাদা।

অস্ট্রেলিয়াকে ধসালেন রাবাদা

ম্যাচটির প্রথম ইনিংসে রাবাদার ৫ উইকেটের পাশাপাশি ভেরর্নন ফিল্যান্ডার ২টি ও লুঙ্গি ৩টি উইকেট নেন।

অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে আফ্রিকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *