আজ রবিবার (১৯ জুলাই ) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সভাপতিত্বে অনলাইন সভায় একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে । আগামী ৯ই আগষ্ট থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে । ভর্তি কার্যক্রম চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত । ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে ।
এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা,প্রবাসী ও বিকেত্রসপি কোটা বহাল থাকছে । ভর্তির প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএম (sms) এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে । শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন । আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড । এছাড়া ভর্তি ফি, আবেদন ফি কিছুটা বাড়ানো হয়েছে । মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা থাকলেও তা করোনাভাইরাসের কারনে প্রকাশ করা হয় ৩১মে । এ বছর ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে । এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন ।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, করোনা পরিস্থিতির জন্য একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করতে বিলম্ব হওয়ায় আগের চেয়ে কিছুটা সময় কমিয়ে আনা হয়েছে । এবার এক মাস পাঁচ দিনের মধ্য তিনটি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে । আগামী দু-তিন দিনের মধ্য ভর্তি নীতিমালা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভা করে চূড়ান্ত করা হবে ।