নিদাহাস কাপের ফাইনালে ভারতের সঙ্গে কোন দল খেলবে তা এখনো নিশ্চিত ছিলো না। কিন্তু তার আগেই ভারত আর শ্রীলঙ্কা ফাইনাল খেলছে ধরে নিয়েই আমন্ত্রিত অতিথিদের জন্য গাড়ির পাস ছাপিয়েছিল আয়োজকরা।
সেরকম একটি পাসের ছবি গতকাল নিজের ফেসবুকে দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
শুক্রবার সেমিফাইনালে পরিণত হওয়া প্রাথমিক পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সবার আগে ফাইনাল নিশ্চিত করে বসে আছে ভারত। রোববার ফাইনালে খেলবে প্রতিবেশী দুই দেশ।
বাংলাদেশের খেলা দেখতে শ্রীলঙ্কায় রয়েছেন সাংসদ ও সাবেক ক্রিকেটার নাঈমুর। শুক্রবার বাংলাদেশের জয়ের পর ফাইনালের গাড়ির পাসের ছবি পোস্ট করে তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখেছেন ফাইনাল?
তার পোস্টের নিচে অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি আয়োজকরা ছোট চোখে দেখেছে বাংলাদেশকে?