বল টেম্পারিংয়ের মতো ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে নিয়ে এখনও সারা বিশ্বে আলোচনা ও সমালোচনা মোটেও সমাপ্ত হচ্ছে না। হবেই বা কি করে। যারা পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করে তাদের ঘাঁড়ে এই দায় সহজে নিষ্পত্তি হওয়ার কথা নয়। এদিকে কলঙ্ক কাঁধে নিয়ে দল থেকে সরে দাঁড়ানো ওয়ার্নারকে মোস্তাফিজ সমবেদনা জানালেন।
১১তম আইপিএল খেলতে এখন মুম্বাইয়ে অবস্থান করছেন বাংলাদেশের কাটার বয় মোস্তাফিজুর রহমান। শনিবার রাতে সেখানে পৌঁছেই ওয়ার্নারকে না পেয়ে সাবেক বসকে মিস করার কথা জানিয়ে টুইট করেছেন তিনি।
মোস্তাফিজ লেখেন, আমার কাছে ডেভিড ওয়ার্নার সর্বদা হাসিমুখ। যে আমাকে সবসময় অনুপ্রাণিত দেয় ও সামর্থ্যের পুরোটা আদায়ে সমর্থন দেয়। তোমার বর্তমান অবস্থা মেনে নেওয়া কঠিন। দয়া করে ভেঙে পড় না। শক্ত ও ইতিবাচক থেকো। তোমার গাইডেন্স এবারের আইপিএলে মিস করব।
এবার মুম্বাই ইন্ডিয়ান্স এ খেলেছেন তিনি। এর আগে গত দুই আসরে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেখানে তার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার।
এদিকে বল টেম্পারিং করায় ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শুধু এখানেই থেমে নেই, একই শাস্তি দেওয়া হয়েছে আইপিএল থেকেও।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে অজি বোলার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। তবে এখানেই থেমে থাকেনি। বিষয়টি গড়িয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত। তারপর শুরু হয় নিষিদ্ধ আর পদত্যাগের পর্যায়ক্রম।