আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে বৃহস্পতিবার (১৫ মার্চ) ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
এদিন হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথমে ওপেনার ক্রিস গেইলকে এক রানের মাথায় সরাসরি বোল্ড করে প্যভিলিয়নের পথ দেখান মুজিবুর রহমান। ফলে ওপনারকে হারিয়ে চরম বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাই হোপ এবং লুইস, স্যমুয়েলস ও হোল্ডার করেন যথাক্রমে ২৭, ৩৬ ও ২৮ রান।আর বাকিরা সবাই ছিলেন আসা যাওয়ার পথে। ফলে আট উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ১৯৭ রান।
পরে ১৯৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান । দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন রহমত শাহ।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান নেন ৩টি উইকেট এবং মোহাম্মদ নবী নেন ২টি উইকেট। এছাড়া শরফুদ্দীন আশরাফ ১টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার নেন ৩টি উইকেট এবং কিমো পল নেন ২টিউইকেট।এছাড়া নিকিতা মিলার ১টি ও অ্যাশলে নার্স ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন আফগানিস্তানের মুজিব উর রহমান।