দীর্ঘ নয় বছর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিলো। দীর্ঘ দিনের জমানো কষ্ট, ক্ষোভগুলো ব্যাট-বলে প্রকাশ করলো পাকিস্তান। তারা জানান দিলেন হোম কন্ডিশনের সুবিধা আমরাও নিতে জানি। করাচিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি পাকিস্তান। নিজেদের টি-২০ ইতিহাসে রেকর্ড ১৪৩ রানে জিতেছে পাকিস্তান।
অন্যদিকে বড় লজ্জা ক্যারিবিয়ানদের। গেইল, হোল্ডারবিহীন ওয়েস্ট ইন্ডিজ নিজেদের টি-২০ ইতিহাসের সর্বনিন্ম রানে অলআউট হয়।
টস হেরে ব্যাট করতে নেমে ফখর জামান ও বাবর আজমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই ওপেনার ৫ ওভারে গড়েন ৪৬ রানের জুটি। বাবরের বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা উদ্বোধনী জুটি। ২৪ বলে ৩৯ রান করে রান আউট হয়ে ফিরেন ভয়ঙ্কর হয়ে উঠা ফখর জামান।
অভিষিক্ত হুসাইন তালাত ও অধিনায়ক সফরাজের ৭৫ রানের জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। অভিষিক্ত তালাত রান আউট হওয়ার আগে ৩৭ বলে করেন ৪১ রান। অধিনায়ক সরফরাজ ২২ বলে ফিরেন ৩৮ রানের ঝড়ো এক ইনিংস খেলে।
শেষ দিকে শোয়েব মালিকের ১৪ বলে ৩৭ রানের ক্যামিও এবং ফাহিম আশরাফের ৯ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ২০৩ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দারুণ। তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারেই গুটিয়ে যায় অতিথিরা।
ছক্কা হাঁকানো চ্যাডউইক ওয়ালটনকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার ও জেসন মোহাম্মদকে শূন্য রানে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ আমির।
বোলিংয়ে এস নিজের ৪র্থ বলে উইকেট তুলে নেয় হাসান আলী। স্কোর বোর্ডে মাত্র ১৫ রান তুলতেই ৪ টপঅর্ডারকে হারায় ক্যারিবিয়ানরা। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি লারার উত্তরসূরীরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে স্যামুয়েলস। ক্যারিবিয়ানদের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে করতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ২০৩/৫ (ফখর ৩৯, বাবর ১৭, তালাত ৪১, সরফরাজ ৩৮, মালিক ৩৭*, আসিল ১, আশরাফ ১৬*; বদ্রি ০/৩৭, পল ১/২৬, এমরিট ১/৪৩, উইলিয়ামস ০/৪২, পেরমল ০/৮, স্যামুয়েলস ০/৭, পাওয়েল ১/৩৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ৬০ (ওয়ালটন ৬, ফ্লেচার ০, স্যামুয়েলস ১৮, জেসন ০, রামদিন ০, পাওয়েল ৫, পল ১০*, এমরিট ১১, উইলিয়ামস ০, বদ্রি ৭, পেরমল ০* আহত অনুপস্থিত; নওয়াজ ২/১৯, আমির ২/৩, হাসান ১/০, আশরাফ ০/৯, শাদাব ১/১৩, মালিক ২/১৩, তালাত ১/৩)
ফল: পাকিস্তান ১৪৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হুসাইন তালাত