কন্যা সন্তানের নিরাপত্তার প্রতি নজর দিতে হবে

1948471কন্যা সন্তানের নিরাপত্তা শুধু ঘরে নয়, ঘরের বাইরেও নিশ্চিত করতে হবে। বিশেষ করে সে যখন ছোট কিংবা কিশোরী বয়স অতিক্রম করছে। তাকে নিয়ে যখন বাইরে বের হবেন, আলাদা নজর দিতে হবে তার প্রতি।

আপনার ছোট কন্যা সন্তানকে দেখে যদি কোন পুরুষ গায়ে পড়ে আদর করতে আসে, সহজে তাতে সায় দেবেন না। কারণ, এই গায়ে পড়া আদরের আড়ালে কোন খারাপ উদ্দেশ্যও থাকতে পারে।

আপনার সন্তানকে নিয়ে কোন অনুষ্ঠানে গেলে, তাকে নিশ্চিন্তে ছেড়ে দেবেন না। কারণ, সেখানে নানা ধরণের মানুষ উপস্থিত থাকবে। সবার মানসিকতা একই ধরণের না-ও হতে পারে।

কন্যা সন্তানকে নিয়ে মার্কেট বা কোন কোলাহলপূর্ণ জায়গায় গেলে তাকে আগলে রাখুন। কারণ, এসব জায়গায় আপনার কন্যা সন্তানটির হয়রানি হবার সম্ভাবনা থাকবে খুব বেশি।

কন্যা সন্তানটির সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখুন। যাতে যে কোনো হয়রানির কথা আপনাকে শেয়ার করতে পারে, মন খুলে বলতে পারে।
গণপরিবহনে বাচ্চাকে কখনো আড়াল করবেন না। তাকে কাছে নিয়ে বসুন। সম্ভব হলে সিটিং সার্ভিস ট্রান্সপোর্ট ব্যবহার করুন।
যেসব কন্যা সন্তানকে স্কুল ভ্যানে বা গাড়িতে স্কুলে পাঠাতে হয়, তারা ড্রাইভারের দ্বারা কোনো হয়রানির শিকার হয় কিনা খেয়াল করুন এবং কন্যার সঙ্গে কথা শেয়ার করুন।

শুধু স্কুল বাস বা পাবলিক বাস-ই নয়, নিজের ব্যক্তিগত গাড়িতে কন্যাকে পাঠিয়ে আপনি অবশ্যই নিরাপদে বসে থাকবেন না। তার কাছে থেকে সারাদিনের নানা ঘটনা মন খুলে শোনার চেষ্টা করুন। ড্রাইভারের আচরণ নিয়ে তাকে সুন্দর প্রশ্নের মাধ্যমে জানতে চেষ্টা করুন সব ঠিকঠাক আছে কিনা।
সন্তানকে যদি বাড়ির বাইরে প্রাইভেটে পাঠাতে হয়, তবে সেখানে সে নিরাপদ কিনা জানার চেষ্টা করুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *