করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া রাই ও তাঁর মেয়ে আরাধ্যা 

বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর ৮ বছরের মেয়ে আরাধ্যা বচ্চন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মা ও মেয়ে দুইজনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে । 

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন । করোনার আতঙ্কে থাকা বচ্চন পরিবারের সকলকে কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ১২ জুলাই ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিব আসে । জয়া বচ্চনের রিপোর্ট আসে নেগেটিভ। ১২ তারিখে রিপোর্ট প্রাপ্তি থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন মা ও মেয়ে।১৭ তারিখ শরীর খারাপ হওয়ায় ঐশ্বরিয়া  ও আরাধ্যাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় । তারপর ২৭ জুলাই দুজনের পুনরায় কোভিড পরীক্ষা করা হয় এবং রিপোর্ট নেগেটিভ আসে । দুজনেই করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন । সোমবার অভিষেক বচ্চন এক টুইট বার্তায় জানান, ক্রমাগত প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ । চিরঋনি হয়ে থাকলাম । এই ঋন কখনো পরিশোধ করা যাবে না । কোভিড টেস্টে নেগেটিভ আসায় বাড়ি- চলে গিয়েছে ঐশ্বরিয়া ও আরাধ্যা । আমি ও বাবা হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিবিড় পর্যবেক্ষনে আছি । 

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন কখনও করোনা থেকে মুক্তি লাভ করতে পারেননি । কিছুুদিন আগে সোশ্যাল মিডিয়ায় রটে যায় অমিতাভ বচ্চন নাকি করোনা থেকে মুক্ত হয়েছেন । যদিও সে খবরের কোন সত্যতাই ছিল না । অমিতাভ বচ্চন নিজেই টুইট করে জানিয়ে দেন যে এ খবর গুজব ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *