• Wednesday , 3 March 2021

করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন 

প্রাণঘাতী  করোনা থেকে মুক্ত হলেন বলিউড তারকা অভিষেক বচ্চন । শনিবার ( ৮ আগষ্ট ) দুপুরে এক টুইট বার্তায় এ খবর জানান অভিষেক বচ্চন নিজেই । 

অভিষেক বচ্চন 

অভিষেক তাঁর টুইট বার্তায় লেখেন, আজ দুপুরে আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি বলেছিলাম তোমাদের আমি করোনাকে হারিয়ে দেব । আমি পেরেছি । তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য । আমার এবং আমার পুরো পরিবারের জন্য তোমরা ভালোবাসা দিয়েছ ।’ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের প্রতিও কৃতজ্ঞ প্রকাশ করেন বলিউড তারকা অভিষেক ।

গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন । তার কয়েক ঘন্টা পর করোনা নিয়ে হাসপাতালে যান তাঁর ছেলে অভিষেক । পরেরদিন করোনা রিপোর্ট পজিটিভ আসে ঐশরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যার । প্রথমঅব্স্থায় বাড়িতে আইসোলেশনে ছিলেন তারা । পরবর্তীতে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের দুজনকে ও হাসপাতালে ভর্তি করা হয় ।

তবে এরই মধ্যে করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন ঐশরিয়া, আরাধ্যা ও অমিতাভ বচ্চন । আজ করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি যাচ্ছেন অভিষেক বচ্চনও । 

Related Posts

Leave A Comment