প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চন । অমিতাভ বচ্চনকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতে অমিতাভের করোনা পরীক্ষার ফল পজিটিব আসে ।
সেই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চনের করোনার পরীক্ষার ফল পজিটিব আসে । অমিতাভ বচ্চন ও অভিষেক নিজেরাই নিজেদের টুইট বার্তায় তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিব আসার খবর জানিয়েছেন । দুজনেই হাসপাতালে ভর্তি আছেন । হাসপাতাল থেকে বলা হয়েছে, পরিবারের সকলকে করোনা পরিক্ষা করাতে । বাড়ির সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষা করা হচ্ছে। এখনো বাকী সদস্যদের করোনা পরীক্ষার ফল আসে নি ।টুইটারে বিগ বি জনসাধারণকে আবেদন করেন, গত ১০দিন যারা তার সংস্পর্শে এসেছেন, তারা যেন করোনা পরীক্ষা করেন । টুইটারে অভিষেক, আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন ।
এদিকে বর্ষীয়ান অভিনেতা অমিতাভের সুস্থতায় প্রার্থনা চেয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
অমিতাভকে শেষবার দেখা গিয়েছিলো সুজিত সরকারের ছবি ‘‘গুলাবো সিতাবো ’’ তে । এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা । লকডাউনের কারণে ছবিটি বড় পর্দায় মুক্তি পায়নি । আমাজন প্রাইম ভিডিউতে দেখা যাচ্ছে ছবিটি ।