কলেজে ভর্তি শুরু ৯ই আগষ্ট  

করোনা ভাইরাসের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম বিলম্বিত হলেও আগামীকাল রবিবার (৯ আগষ্ট) থেকে শুরু হচ্ছে । রবিবার ৯ই আগষ্ট সকাল ৭ টা থেকে শুরু করে এ কার্যক্রম চলবে ২০ আগষ্ট পর্যন্ত । তবে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে ।কলেজে ভর্তি

দেশের সব সরকারি – বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে ভর্তি হতে আগামী ২০ আগষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে । তবে এবার শুধু অনলাইনের www.xiclassadmission.gov.bd  এর মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে । সকল প্রক্রিয়া শেষে আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব – কমিটি জানিয়েছে । 

ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে । একজন শিক্ষার্থী অনলাইনে সর্বনিম্ন ৫ টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে । একই প্রতিষ্ঠানের একাধিক শিফট / ভার্সন / গ্রুপে আবেদন করা যাবে ।

নগদ / সোনালি ব্যাংক / টেলিটক / বিকাশ / শিউর ক্যাশ / রকেট এর মাধ্যমে সার্ভিস চার্জসহ ১৫০ টাকা প্রদান করতে হবে । আবেদন ফি পরিশোধের সময় এবং প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে একটি মোবাইল নম্বর (নিজের / অভিভাবকের) দিতে হবে । যোগাযোগ নম্বরটি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ কেননা শিক্ষার্থীর সব যোগাযোগ ও আবেদন জন্য এটির প্রয়োজন হবে । এবার সরকারি – বেসরকারি ৭,৪৭৪ টি কলেজের একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে । মাধ্যমিকে উর্ত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী । মাধ্যমিক উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও আট লাখ আসন থাকবে ফাঁকা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *