কাজী আবদুল ওদুদ এর জীবনী ও সাহিত্যকর্ম 

কাজী আবদুল ওদুদ এর জীবনী ও সাহিত্যকর্ম 

শিক্ষাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও অভিধান-প্রণেতা কাজী আবদুল ওদুদ ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের’ প্রবক্তা হিসেবে বাঙালি মুসলমান বুদ্ধিজীবী সমাজে নবজাগরণ এনে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন । বিংশ শতাব্দীর বিশের দশকে ঢাকায় মুক্ত চিন্তাচর্চার আন্দোলন হয়েছিল আর তিনি ছিলেন তার প্রধান পুরুষ । তিনি সরকারি শিক্ষা বিভাগের কর্মকর্তার দায়িত্ব পালন করেন ।

কাজী আবদুল ওদুদ

  • তিনি জন্মগ্রহণ করেন – ১৮৯৪ সালে ।
  • কর্মজীবনের ‍শুরুতে তিনি ছিলেন – অধ্যাপক ।
  • ’নদীবক্ষে’ কি ধরনের রচনা – উপন্যাস ।
  • ’নদীবক্ষে’ উপন্যাসটির রচয়িতা – কাজী আবদুল ওদুদ ।
  • তাঁর রচিত ‘মীর পরিবার’ একটি – গল্প ।

কাজী আবদুল ওদুদ এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’কাবিগুরু গ্যাটে’ কোন জাতীয় রচনা – গবেষণাগ্রন্থ ।
  • ’কবিগুরু রবীন্দ্রনাথ’ গবেষণাগ্রন্থের রচয়িতা – কাজী আবদুল ওদুদ ।
  • ’শাশ্বত বঙ্গ’ কি ধরনের রচনা – প্রবন্ধ ।
  • ’শাশ্বত বঙ্গ’ প্রবন্ধের রচয়িতা – কাজী আবদুল ওদুদ ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৯৭৩ সালে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *