দাভিদ হিয়ার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ারের মাঠে ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোলশূন্য ভাবে শেষ হয় সেভিয়া ও ম্যান ইউ-র লড়াই।
অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে প্রথমার্ধে হোসে মরিনহোর দলকে টেক্কা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতির আগে দারুণ দুটি সুযোগ পায় সেভিয়া। গোলরক্ষক দাভিদ হিয়ার নৈপুণ্যে ইউনাইটেডের জালে বল জড়াতে ব্যর্থ হন সেভিয়ার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার সুযোগ নষ্ট করে স্পেনের সবচেয়ে পুরনো ক্লাবটি। ম্যাচের ৭৩ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
আর পল পোগবাকে ছাড়ায় এদিন মাঠে নামা রেড ডেভিলস অ্যাওয়ে ম্যাচ ড্র করলেও সেভিয়ার বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি। অ্যাওয়ে ম্যাচে রক্ষণাত্মক নীতি নিয়েই মাঠে নেমেছিলেন ম্যান ইউ কোচ মরিনহো। আগামী ১৩ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে সেভিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিরুদ্ধে প্রথম লেগে জয় ছিনিয়ে নিল শাখতার ডোনেৎস্ক। ঘরের মাঠে প্রথমে গোল হজম করেও ২-১ ম্যাচ জিতে নেয় তারা।
প্রতিপক্ষের মাঠে ৪১ মিনিটে তুর্কি মিডফিল্ডার উন্দারের গোলে এগিয়ে যায় রোমা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে শাখতার৷ দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে শাখতারের হয়ে গোল করেন আর্জেন্তাইন ফরোয়ার্ড ফেরেইরা। ৭১ মিনিটে ২২ গজ দূর থেকে ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন শাখতারের ব্রাজিলীয় মিডফিল্ডার ফ্রেদ। ১৩ মার্চ রোমার মাঠে ফিরতি লেগে নামবে ইউক্রেনের ক্লাবটি।