গন্তব্যে পৌঁছতে প্রয়োজন মসৃণ সূচনা। ঢাকায় প্রথম ম্যাচ জিতে মাশরাফিরা অর্ধেক পথ পাড়ি দিয়েছেন। বাকি অর্ধেক পথ পাড়ি দিতে হবে চট্টগ্রামে। আজ দ্বিতীয় ওডিআই জিতলেই সিরিজ নিজেদের। তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশ। স্বাগতিকদের সংকল্প আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মুঠোবন্দি করার। শুক্রবার শেষ ওডিআই পর্যন্ত অপেক্ষা করতে নারাজ মাশরাফি।
ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত ইতিহাসও বলছে, এখানে টাইগারদের পাল্লাই ভারি। এই স্টেডিয়ামে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় ১০টিতে। জিম্বাবুয়ের সঙ্গে ছয়বারের মোকাবেলায় পাঁচবারই জিতেছে টাইগাররা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এই মাঠে কখনোই টাইগারদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। আজও তাই টাইগাররা চাইবে অজেয় থাকার সেই রেকর্ড ধরে রাখতে। সোমবার সন্ধ্যায় দু’দলই চট্টগ্রাম পৌঁছে। কাল সকালে বাংলাদেশ ও দুপুরে জিম্বাবুয়ে অনুশীলন করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দু’দলেরই কোচ ও অধিনায়কদের নজর ছিল উইকেটের দিকে। কেমন হবে উইকেটের আচরণ, তা বোঝার চেষ্টা করেন তারা।
সিরিজ জিততে চান মাশরাফি
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, চট্টগ্রামের উইকেট সচরাচর যেমন হয়, এবারও তেমনটাই হবে। কোনো পরিবর্তন নেই। ব্যাটিং সহায়ক উইকেট। এখানে বড় স্কোর হবে। তবে কুয়াশা বড় ফ্যাক্টর হতে পারে। কুয়াশা হলে পরে বোলিং করা কঠিন হয়ে উঠতে পারে। তাই টস জিতলে এই বিষয়টি মাথায় রেখেই দল প্রথমে ব্যাটিং না বোলিং করবে, সিদ্ধান্ত নেয়া হবে।’ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা জানান, তারা জয়ের জন্যই লড়বেন। আজই সিরিজ নিশ্চিত করতে চান। তবে জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না।
এদিকে জিম্বাবুয়ের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত বলেন, প্রথম ম্যাচে হারের পর আজ জিতে সিরিজে ফিরতে চায় তারা। এজন্য দলের টপঅর্ডার ব্যাটসম্যানদের রান পাওয়ার পাশাপাশি শেষদিকের ওভারগুলো ভালো করতে হবে। তিনি বলেন, ‘চট্টগ্রামের উইকেট বেশ ভালো। এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। তাই জিততে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। সিনিয়র খেলোয়াড়রা ফিরে আসায় দল এখন আগের চেয়ে আÍবিশ্বাসী।’
source-jugantor