চাকুরীর নিয়োগ টিপস পর্ব-২

চাকুরীর নিয়োগ টিপস পর্ব-২

চাকুরীর নিয়োগ টিপস পর্ব-২

বাংলা

  • বাংলা গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
  • ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন – হরিনাথ মজুমদার ।
  • ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থের অনুবাদক – আলাওল ।
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’র প্রকাশকাল – ১৯২৯ সাল ।
  • ‘আনোয়ারা’ গ্রন্থটির রচয়িতা – মোহাম্মাদ নজিবর রহমান ।
  • ‘রসগোলা’ যে জাতীয় রচনা – রম্য রচনা ।
  • ‘বাঙলা-ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন – মুহাম্মদ শহীদুল্লাহ ।
  • ‘ছন্দের যাদুকর’ – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • ‘শ্রীকান্ত’ চরিত্রটি যে ঔপন্যাসিকের সৃষ্টি – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
  • ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসে চিত্রায়িত হয়েছে – বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময় ।
  • ‘দেশে বিদেশ ‘ গ্রন্থটির রচয়িতা – সৈয়দ মুজতবা আলী ।
  • ‘সংশপ্তক’ এর রচয়িতা – শহীদুল্লা কায়সার ।
  • ‘মেঘনাদবধ কাব্য’-এর রচয়িতা – মাইকেল মধুসূদন দ্ত্ত ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন – ১৮৬১ সালে ।
  • বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ – ৮টি ।
  • ‘যে প্রবীণ নয়’-এর বাক্য সংকোচন – নবীন ।
  • ‘বিজিত’ শব্দের সমার্থক – পরাজিত ।
  • দুই বর্ণের পরস্পর মিলনকে বলে – সন্ধি ।
  • গঠন অনুসারে বাক্য – তিন প্রকার ।
  • ‘সমীরণ’ শব্দের সমার্থক – বায়ু ।
  • ‘সৌম্য’-এর বিপরীত শব্দ – উগ্র ।
  • ‘সূর্য’-এর একটি প্রতিশব্দ হচ্ছে – সবিতা ।
  • ‘অমাবস্যার চাঁদ’ অর্থ – দুর্লভ বস্তু ।
  • ‘আগমন’-এর বিপরীত শব্দ – প্রস্থান/নির্গমন ।
  • ‘জোৎস্নারাত’ যে সমাস – কর্মধারয় ।
  • ‘মনস্তাপ’-এর সন্ধি-বিচ্ছেদ – মনঃ+তাপ ।
  • ‘নামায’ যে ভাষা থেকে এসেছে – ফারসি ।
  • ‘খ্রিস্টাব্দ’ শব্দটি – মিশ্র শব্দ ।
  • ‘বৈরাগ্য সাধনে – আমার নয়’ । শূন্যস্থানে বসবে– মুক্তি ।
  • ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি ।
  • ‘জায়া ও পতি’ – দম্পতি ।
  • মৃতের মতো অবস্থা যার – মুমূর্ষু ।
  • ‘চিনির পুতুল’ এর অর্থ – পরিশ্রম কাতর ।
  • বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা – ৭টি ।
  • সাধু ও চলিত রীতি বাংলা ভাষার যেরূপে বিদ্যমান – লেখ্য ।
  • পূর্বপদ প্রধান সমাস – অব্যয়ীভাব ।
  • অনুবাদে পরিদর্শিতা মূলত নির্ভরশীল – ভাষান্তরের ওপর ।

ENGLISH

  • Your conduct admit– no excuse. – of.
  • Divide the money– the two boys. – between.
  • Kamal is good– cricket. – at.
  • Each of the sons followed– father’s trade. – his.
  • I am fatigued– wide travelling. – by.
  • What is the correct English translation of ‘সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে’? – Culture is constantly evolving.
  • What is the correct English translation of ‘অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়’? – Death is preferable to dishonor.
  • What is the correct English translation of ‘সে হাসতে হাসতে মায়ের নিকট এলো’? – He came to its mother laughing.
  • He is used to– hard. – working.
  • The committee– divided in their opinion. – were.
  • Nine thousand taka– a good amount of money. – is.
  • The passive form of the sentence, ‘Do you know the man?’ is – Is the man known to you?
  • The passive form of the sentence, ‘Let me do the work’ is – Let the work be done by me.
  • The passive form of the sentence ‘Who can do it?’ is – By whom can it be done?
  • The word ‘practice’ is a/an – verb.
  • The word ‘wonderful’ is a an – adjective.
  • A person devoid of knowledge – Ignorant.
  • The book ‘Ivanhoe’ is written by – Sir Walter Scott.
  • The poem ‘Solitary Reaper’ is written by – W. Wordsworth.
  • The Victorian period was in – 19th

      Idioms and Phrases:

  • Block head – Foolish.
  • By and large – Mostly.
  • By fits and starts – Irregularly.
  • White-collar job – A job without manual labor.
  • Root and branch – Completely.
  • A stone’s – At a short distance.

Correct Spellings: Millennium, Caterpillar, Dysentery, Misspell, Bureaucrat, Tuition, Humorous, Corruption.

Antonyms:   Adulterated – Pure.  Altruism –Selfishness.  Flexible – Rigid.  Oppose – Support.   Shallow – Profound.  Sagacity – Stupidity.  Delete – Insert.

Synonyms:  Bargain – Negotiation.  Congregation – Association.  Animosity – Malice.  Genesis – Beginning.  Expedient – Useful.

সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলি

  • বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয় – ৬ দফাকে ।
  • বাংলায় জমিদারী প্রথা বিলোপ হয় – ১৯৫০ সালে ।
  • ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র – SPARRSO প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে ।
  • পায়রা বন্দর অবস্থিত – পটুয়াখালী ।
  • বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন শুরু হয় – ২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
  • বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় – ১৯৫৭ সালে ।
  • বাংলাদেশের প্রধান আমদানি পণ্য – তুলা ।
  • প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিত জানা যায় যে গ্রন্থ থেকে – কৌটিল্যের অর্থশাস্ত্র ।
  • বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম – ড. ফজলে কবির ।
  • শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে – বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সেচেঞ্জ কমিশন (BSEC) ।
  • Tariff Commission যে মন্ত্রণালয়ের অধীন – বাণিজ্য মন্ত্রণালয় ।
  • অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে – ১,০৭৭ জন ।
  • বাংলাদেশের বর্তমান (২০১৬-২০২০) পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি – সপ্তম ।
  • বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু – ৭০.৯ বছর ।
  • ‘গম্ভীরা’ বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত – চাঁপাইনবাবগঞ্জ ।
  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – ময়মনসিংহ ।
  • বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিলেন – অস্ট্রিক ।
  • বঙ্গভঙ্গ কার্যকর হয় – ১৬ অক্টোবর ১৯০৫ ।
  • কুদরত-ই-খুদ শিক্ষা কমিশন গঠিত হয় – ১৯৭২ সালে ।
  • বখতিয়ার খলজি লক্ষণাবতী জয় করেন – ১২০৪ সালে ।
  • ‘সুরসম্রাট’ বলা হয় – ওস্তাদ আলাউদ্দীন খাঁকে ।
  • বাংলাদেশের সুন্দরবনের আয়তন – ৬,০১১৭ বর্গকিলোমিটার ।
  • বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয় – ১৯৫৭ সালে ।
  • বাংলাদেশ OIC‘র সদস্যপদ লাভ করে – ১৯৭৫ সালে ।

আন্তর্জাতিক বিষয়াবলি

  • NATO যে ধরনের জোট – সামরিক ।
  • Dreams From My Father বইটির লেখক – বারাক ওবামা ।
  • ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন – Samuel Johnson ।
  • পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইড ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ – ভুটান ।
  • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO ) বর্তমান সদস্য দেশ – ১৭২টি ।
  • WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা)-এর বর্তমান সদস্য দেশ – ১৬৪টি ।
  • Bail Out বিষয়টি সম্পৃক্ত – অর্থনীতির সাথে ।
  • জাতিসংঘের যে সংস্থা ভৌগোলিক নিদের্শক (GI) পণ্যের নিবন্ধন দেয় – WIPO।
  • The Golden House উপন্যাসের রচয়িতা – ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদি ।
  • কলম্বিয়া সরকার ও FARC গেরিলাদের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২৬ সেপ্টেম্বর ২০১৬ ।
  • দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি – হামফ্রেইস (Humphreys) সামরিক ঘাঁটি, দক্ষিণ কোরিয়া ।
  • ASEAN যে অঞ্চলের সংস্থা – দক্ষিণ-পূর্ব এশিয়া ।
  • ক্যাসাব্লাঙ্কা যে দেশের সমুদ্র বন্দর – মরক্কো ।
  • সুইডেনের মুদ্রার নাম – ক্রোনা ।
  • আরব উপদ্বীপের যে শহরের পূর্বনাম ‘ইয়াসরিব’ – মদিনা ।
  • বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হবে – ইংল্যান্ডে ।
  • ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় – ১৯০০ সালে ।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

  • প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে – RAM-এ ।
  • Big Bang‘র ফলে সৃষ্টি হয় – সময়, স্থান, শক্তি ও পদার্থ ।
  • হিপ্পার্কাস ম্যাপ হলো – নতুন মহাজাগতিক মানচিত্র ।
  • আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো – লুব্ধক ।
  • মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমন্ডলীকে বলে – গ্যালাক্সি ।
  • পৃথিবীর নিকটতম নক্ষত্র – সূর্য ।
  • International Astronomical Union প্রতিষ্ঠিত হয় – ১৯১৯ সালে ।
  • ধ্রুবতারা দেখা যায় – উত্তর গোলার্ধে ।
  • হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে – ২০৬২ খ্রিস্টাব্দে ।
  • অর্ধপরিবাহীর উদাহরণ – জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি ।
  • মানুষের দাঁত – চার ধরনের ।
  • চিংড়ি যে পর্বের প্রাণী – আর্থ্রোপোডা ।
  • সপটওয়্যার প্রধানত – দুই প্রকার ।
  • কম্পিউটার বাসের গতি মাপা হয় – মেগাহার্টজে ।
  • কম্পিউটারের কী-বোর্ডে ফাংশন কী রয়েছে – ১২টি ।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *