চাকুরীর নিয়োগ টিপস পর্ব-৩

নিয়োগ টিপস 

বাংলা

  • নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিস্কৃত হয় – ১৯০৭ সালে ।
  • ‘চন্ডমঙ্গলে’র আদি কবি – মানিক দত্ত ।
  • ‘ঠাকুরমার ঝুলি’-এর রচয়িতা – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।
  • দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি – ফকির গরীবুল্লাহ ।
  • বাংলা ভাষার রচিত প্রথম উপন্যস – আলালের ঘরের দুলাল ।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।
  • ‘ভানুসিংহ’ যার ছদ্মনাম – রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • ‘শেষ প্রশ্ন’ উপন্যাসের রচয়িতা – আখতারুজ্জমান ইলিয়াস ।
  • বাংলা গদ্যের জনক – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
  • ‘কোথায় স্বর্গ, কোথায় নরক’ পংক্তিটির রচয়িতা – শেখ ফজলল করিম ।
  • ‘অপু’ ও ‘দুর্গা’ চরিত্র দুটি যে উপন্যাসের – পথের পাঁচালী ।
  • কাজী নজরুল ইসলাম রচিত ‘ব্যাথার দান’ যে শ্রেণীর রচনা – গল্প ।
  • ‘সারেং বৌ’ গ্রন্থটির রচয়িতা – শহীদুল্লাহ কায়সার ।
  • ’প্রবাসের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা – জাহানারা ইমাম ।
  • বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি – মাইকেল মধুসূদন দত্ত ।
  • ’আবোল-তাবোল’ গ্রন্থটি লিখেছেন – সুকুমার রায় ।
  • বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ – কৃপার শাস্ত্রের অর্থভেদ ।
  • ’ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ – বিশেষভাবে বিশ্লেষণ ।
  • বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি – ৭টি ।
  • ’জ্ঞ’ যুক্তবর্ণটির মধ্যে রয়েছে – জ + ঞ ।
  • ‘তৃষ্ণার্ত’ এর সন্ধি বিচ্ছেদ – তৃষ্ণা + ঋত ।
  • ‘কুল + অটা’ এটি যে নিয়মে সন্ধি হয়েছে – নিপাতনে সিদ্ধ ।
  • ‘সতিন’ শব্দটির ‍উৎপত্তি যে ভাষা থেকে – আরবি ।
  • শব্দ ও প্রত্যয়গত অর্থের দিক দিয়ে ‘সন্দেশ’ অর্থ – সংবাদ ।
  • ‘অপমান’ শব্দটি যেভাবে গঠিত – উপসর্গ যোগে ।
  • ‘নীলিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় – নীল + ইমন ।
  • ‘গায়ে হলুদ’ যে সমাসের উদাহরণ – বহুব্রীহি ।
  • ‘গুরুভক্তি’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য – গুরুকে ভক্তি ।
  • Surgeon শব্দটির পরিভাষা – শল্য চিকিৎসা ।
  • ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ বাক্যে লোভে’ শব্দের কারক ও বিভক্তি – অপাদানে ৭মী ।
  • ‘ধিক্ তারে শত ধিক্ নির্লজ্জ যে জন ।’ এ বাক্যে ‘শত ধিক্’ যে পদ – অব্যয়ের বিশেষণ ।

ENGLISH

  • The noun form of the word ‘polite’ is – Politeness.
  • A verb that needs an object is called – Transitive verb.
  • The verb form of the word ‘Lively’ is – Liven.
  • The plural form of ‘index’ is – Indices.
  • The superlative degree of ‘Little’ is – Least.
  • He is – one-eyed man. – a.
  • We shall – the work before he comes. – have finished.
  • One should be careful about– duty. – one’s.
  • The house is priced – taka 15 laces. – at.
  • Death does not distinguish– the rich and the poor. – between.
  • No sooner had he reached the station– the train left. – then.
  • Man cannot live alone. The word ‘alone’ used here as – Adverb.
  • This is the go of the world. ‘Go’ is a – Noun.
  • None but the brave deserve the fair. The underlined word is – Conjunction.
  • The word ‘reproduction’ is – A noun.
  • Honesty is the best policy. Here ‘Honesty’ belongs to a/an – Abstract noun.
  • The verb form of ‘Subversive’ is – Subvert.
  • It (be) twenty years ago – was.
  • The adverb form of the word ‘Broad’ is – Broadly.
  • This can be done more easily. Here ‘easily’ is – Adverb.
  • The adverb of the word `enrich’ – Richly.
  • He was angry –me for losing the book. – with.
  • I never hanker – money and property. – after.
  • The USA always interferes –other country’s businesses. – in.

Synonyms

  • Abhor – Hate
  • Abortive – Unsuccessful
  • Recover – Recoup
  • Terminate – End
  • Dangerous – Risky
  • Daunt – Frighten
  • Elucidate – Expound
  • Excess – Surplus
  • Frugal – Economical
  • Insolvent – Bankrupt

Antonyms

  • Conceal – Reveal
  • Delete – Insert
  • Dormant – Active
  • Equivocal – Clear
  • Tragedy – Comedy
  • Fertile – Barren
  • Universal – Regional
  • Harbinger – Follower
  • Former – Later.

Idioms & Phrases

  • Out and out – Thoroughly.
  • In black and white – In writing.
  • By and large – Mostly.
  • Dog days – Hot weather.
  • Bottom line – Essential point.

Translation from Bangla to English

  • ছেলেটি দেখতে তাঁর পিতার মত । – The boy takes after his father.
  • এখন চারটা বেজে পনের মিনিট । – It is now fifteen minutes past four.
  • তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন । – He came off with flying colors.
  • সে কঠিন পরিশ্রম করে, তাই না? – He works hard, doesn’t he?
  • আমি বরং মরবো তবু মিথ্যা বলবো না । – I shall rather die than tell a lie.

সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলি

  • বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় – সিলেটের লালাখালে ।
  • উপমহাদেশে ‘জিজিয়া কর’ ও ‘তীর্থকর’ রহিত করেন – সম্রাট আকবর ।
  • শেখ মুজিবর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় – ২৩ ফেব্রুয়ারি ১৯৯৬ ।
  • ‘Bangladesh: A Legacy of Blood’-এর লেখক – অ্যান্থনি মাসকারেনহাস ।
  • ছায়ানট কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম – বাংলাদেশের হৃদয় হতে ।
  • কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় – ১৯৬২ সালে ।
  • বাংলাদেশ বিমানের স্লোগান – The Wings of Your Freedom ।
  • জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান – চতুর্থ ।
  • বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা – মাগুরা ।
  • দেশের প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠাত হয় – ১৯৭৮ সালে (টঙ্গী) ।
  • বাংলাদেশ প্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে – কমনওয়েলথ ।
  • সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য – ড. ফারজানা ইসলাম (জাবি) ।
  • দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার নৌ টার্মিনাল – ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে ।
  • ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে যে দেশে – যুক্তরাষ্ট্রে ।

আন্তর্জাতিক বিষয়াবলি

  • ‘জুলিয়াস সীজার’ বিখ্যাত – রোমান সম্রাট হিসেবে ।
  • সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা – দ্রাবিড়গণ ।
  • ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত – তুরস্কে ।
  • ভারতের প্রথম অবাঙালি রাষ্ট্রপতি ছিলেন – রাজেন্দ্র প্রসাদ ।
  • রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে – ১৯১৭ সালে ।
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় – ১৯৪৮ সালে ।
  • Extradition Treaty হলো – অপরাধী প্রত্যপর্ণ চুক্তি ।
  • ‘country of Copper’ হিসেবে বিখ্যাত যে দেশ – জাম্বিয়া ।
  • ‘ইউরোপের দ্বার’ বলা হয় – ভিয়েনাকে ।
  • যে সভ্যতা প্রথম বাটখারা ব্যবহার শুরু করে – সিন্ধু সভ্যতা ।
  • ইতিহাসখ্যাত ‘পঞ্চশীলা’ স্বাক্ষরিত হয়েছিল – ১৯৫৪ সালে ।
  • ‘লাল করিডোর’ অঞ্চল চিহ্নিত হয় – ভারতে ।
  • আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত – কায়রোতে ।
  • সেরেনা উইলিয়ামস যে খেলার সাথে সম্পৃক্ত – লন টেনিস ।
  • যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপাত্তা সংস্থা – ব্ল্যাক ওয়াটার ।
  • কানাডার যে এলাকাটি স্বাধীনতা চায় – কুইবেক ।
  • সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী – তামাদুর বিনতে ইউসেফ আল-রামাহ ।
  • চিলির বর্তমান প্রেসিডেন্ট – সেবাস্তিয়ান পিনেরা ।

 

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

  • তড়িৎ চৌম্বক আবেশের আবিস্কারক – মাইকেল ফ্যারাডে ।
  • রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো – প্রিজমের কাজ করে ।
  • অপটিক্যাল ফাইবার হচ্ছে – খুব সরু এবং নমনীয় কাচ তন্তু ।
  • রাহারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েভ ।
  • বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় – নাইক্রোম তার ।
  • ড্রাই আইস হলো – কঠিন অবস্থার কার্বন ডাই-অক্সাইড ।
  • শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কারণ – বাতাসে আদ্র্রতা কম থাকে ।
  • বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়া ও জলবায়ুর ক্রিয়াালাপ বিরাজ করে – ট্রপোস্ফিয়ার ।
  • বায়ুমন্ডলের উচ্চতম স্তরের নাম – আয়নোস্ফিয়ার ।
  • আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে – ইন্টিগ্রেটেড সার্কিট ।
  • কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে – ROM ।
  • টুইটারকে অভিহিত করা হয় – ইন্টারনেটের এসএমএস হিসেবে ।
  • ইন্সটাগ্রাম চালু হয় – ২০১০ সালে ।
  • সংরক্ষিত ডেটাবেজকে বলে – Back End ।
  • অ্যানড্রয়েটের সর্বশেষ সংস্করণ – Oreo(অরিও) ।
  • তথ্যের অন্তর্গত ক্ষুদতম অংশসমূহ হলো – ডেটা বা উপাত্ত ।

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *