জিয়া হায়দার এর জীবনী ও সাহিত্যকর্ম
তিনি একজন বাংলাদেশী লেখক, কবি, নাট্যকার, অধ্যাপক ও অনুবাদক। অধ্যাপনার পাশাপাশি তিনি সিলেবাস প্রণয়ন, নাটকের ইতিহাস, তথ্য, প্রকার ও প্রকরণ অনুবাদ করেন বাংলায়। অ্যাবসার্ডিটি, চেতনাপ্রবহ, মিউজিক্যাল, কাব্যিক ফর্মে গড়ে ওঠে তাঁর নাটকের আদল। তাঁর কাব্যিক সত্তা নিরীক্ষাধর্মী নাট্যরচনায় ও সংলাপ সংযোজনে সহায়ক হয়েছে।
নাট্যকারের পাশাপাশি তিনি নাট্যগবেষক ও প্রাবন্ধিক। তিনি নাটক বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন। তিনি নিজের সব নাটক এবং অন্য বহু নাটকের বেতার ও মঞ্চনির্দেশনা দিয়েছেন।। নাট্যনির্দেশক হিসেবে তিনি অত্যন্ত সচেতন ও নিষ্ঠাবান ছিলেন।
- বিশিষ্ট এই লেখক জন্মগ্রহণ করেন – ১৮ নভেম্বর, ১৯৩৬ সালে।
- তাঁর পৈত্রিক নিবাস – তৎকালীন ব্রিটিশ ভারতের পাবনা জেলার দোহারপাড়া গ্রাম।
- তাঁর পিতার নাম – হাকিমউদ্দিন শেখ এবং মা রহিমা খাতুন।
- অন্যতম এই লেখকের শিক্ষাজীবন – তিনি পড়াশুনা শুরু করেন তাঁর বাবার প্রতিষ্ঠিত আরিফপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে তিনি ভর্তি হন পাবনা জেলা স্কুলে। পরে ১৯৫২ সালে গোপালচন্দ্র ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাশ এবং ১৯৫৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ভর্তি হন রাজশাহী কলেজে। ১৯৫৮ সালে রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স পাশ করেন। পরে ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
জিয়া হায়দার এর জীবনী ও সাহিত্যকর্ম
- ১৯৬৮ সালে – তিনি ইস্ট-ওয়েস্ট সেন্টারের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়-এ নাট্যকলায় ভর্তি হন।
- তিনি নাট্যকলায় এম.এফ.এ ডিগ্রী অর্জন করেন – যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে।
- তিনি সানফ্রান্সিসকো স্টেট কলেজ ও নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন – নাট্যকলা বিষয়ে।
- ‘সার্টিফিকেট ইন শেক্সপিয়ার থিয়েটার’ ডিগ্রি লাভ করেন – যুক্তরাজ্যের ‘বার্মিংহাম বিশ্ববিদ্যালয়’ থেকে।
- ১৯৬১ সালে – তিনি সাপ্তাহিক পত্রিকা ‘চিত্রালি’তে যোগদান করেন ।
- তিনি ১৯৭০ সালে চারুকলা বিভাগের নাট্যকলা শাখায় সহকারী হিসেবে অধ্যাপনা শুরু করেন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
- ’নাগরিক নাট্য সম্প্রদায়’ এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন – জিয়া হায়দার।
- তাঁর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা শাখায় অনার্স শুরু হয় – ১৯৯১ সালে।
- তাঁর রচিত বই পড়ানো হয় – বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ রবীন্দ্রভারতে।
- বাংলাদেশ ইনিস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) প্রতিষ্ঠা করেছেন – জিয়া হায়দার।
- তাঁর রচিত কাব্যগ্রন্থ ও নাটকের সংখ্যা – তিনি ৭ টি কাব্যগ্রন্থ ও ৪ টি নাটক রচনা করেছেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ – ‘একতা রাতে কান্না’।
- ’একতা রাতে কান্না’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৬৩ সালে।
- ’দূর থেকে দেখা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
- তাঁর রচিত ‘দূর থেকে দেখা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৭৭ সালে।
- ’আমার পলাতক ছায়া’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ।
- ‘আমার পলাতক ছায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা – জিয়া হায়দার।
- ’আমার পলাতক ছায়া’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৮২ সালে।
জিয়া হায়দার এর জীবনী
- তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে – ’দুই ভুবনের সুখ দুঃখ’, ‘লোকটি ও তাঁর পেছনের মানুষেরা’ এবং ‘ভালবাসার পদ্য’ প্রভৃতি।
- ’শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’ কোন জাতীয় রচনা – নাটক।
- ’শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’ নাটকটির রচয়িতা – জিয়া হায়দার।
- ১৯৭০ সালে – ’শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’ নাটকটি প্রকাশিত হয় ।
- ’পঙ্কজ বিভাজ’ কোন জাতীয় রচনা – নাটক।
- জিয়া হায়দার – ’পঙ্কজ বিভাজ’ নাটকটির রচয়িতা।
- ’পঙ্কজ বিভাজ’ নাটকটি রচিত হয়েছে – মুক্তিযুদ্ধের পটভূমিতে।
- ১৯৮২ সালে – ’পঙ্কজ বিভাজ’ নাটকটি প্রকাশিত হয়।
- তাঁর রচিত অন্যান্য নাটকের মধ্যে রয়েছে – ‘এলেবেলে’ এবং সাদা গোলাপে আগুন’ প্রভৃতি।
- তাঁর রচিত রূপান্তরিত নাটকের মধ্যে রয়েছে – ‘প্রজাপতি নির্বন্ধ’, ‘তাইরে নাইরে না’, ‘উদ্মাদ সাক্ষাৎকার’ ও ’মুক্তি মুক্তি’ প্রভৃতি।
- অনুদিত নাটকের মধ্যে রয়েছে – ‘দ্বার রুদ্ধ’, ’ডক্টর ফস্টাস’ এবং ‘এ্যান্টিগানে’ প্রভৃতি।
- তাঁর রচিত প্রবন্ধের মধ্যে রয়েছে – ‘নাট্য বিষয়ক নিবন্ধ’, ’থিয়েটারের কথা’(১ মখন্ড), ’থিয়েটারের কথা’(২য় খন্ড), ’থিয়েটারের কথা’(৩য় খন্ড), ’থিয়েটারের কথা’(৪র্থ খন্ড), ’থিয়েটারের কথা’(৫ম খন্ড), ’বাংলাদেশের থিয়েটার ও অন্যান্য রচনা’, ‘স্ট্যানিসলাভস্কি ও তার অভিনয় তত্ত্ব’, ‘নাট্যকলার বিভিন্ন ইজম’ এবং ‘এপিক থিয়েটার এবং বিশ্বনাটক’ প্রভৃতি।
- তিনি ’বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন – ১৯৭৭ সালে।
- বিশিষ্ট এই লেখক ’একুশে পদক’ লাভ করেন – ২০০১ সালে।
- তিনি ‘লোকনাট্যদলের স্বর্ণপদক’ লাভ করেন – ১৯৯৬ সালে।
- বিশিষ্ট এই লেখক মৃত্যুবরণ করেন – ২ সেপ্টেম্বর, ২০০৮ সালে (বয়স ৭১) ঢাকা, বাংলাদেশ।
- তাঁর সমাধিস্থল রয়েছে – দোহারপাড়া, পাবনা জেলা, বাংলাদেশ।