জীবনানন্দ দাশ এর জীবনী ও সাহিত্যকর্ম

জীবনানন্দ দাশ এর জীবনী ও সাহিত্যকর্ম

তিনি বরিশাল জেলায় ধানসিঁড়ি নদীর তীরে গ্রামে জন্মগ্রহণ করেন । জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশ একজন কবি । তিরিশের দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন কবি । এখন বেশ জনপ্রিয় ।জীবনানন্দ দাশ

  • জীবনানন্দ দাশের জন্মসাল কত সালে – ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ ।
  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – বরিশাল ।
  • তিনি কোন পত্রিকার সম্পাদনা করেন – দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগে ।
  • ’কবিতার কাথা’ তাঁর একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ – ’ধূসর পান্ডুলিপি’ ।
  • তাঁর রচিত উপন্যাসগুলো কি কি – ’মাল্যবান’ (১৯৭৩), ’সতীর্থ’ (১৯৭৪) ।
  • তিনি কত সালে মারা যান – ২২ অক্টোবর ১৯৫৪ সালে ।
  • ’বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কবিতার কবি কে – জীবনানন্দ দাশ
  • ’মহাপৃথিবী’ তাঁর একটি – কাব্যগ্রন্থ ।
  • ’কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়া’ কে আসবেন – জীবনানন্দ দাশ
  • রূপসী বাংলার কবি কাকে বলে – জীবনানন্দ দাশ ।
  • তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ – ‘ঝরাপালক’ ।
  • ’ঝরাপালক’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২৮ সালে ।
  • ’বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের রচয়িতা – জীবনান্দ দাশ
  • ’ধূসর পান্ডুলিপি’ তাঁর কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’কবিতার কথা’ প্রবন্ধটির রচয়িতা – জীবনান্দ দাশ ।
  • তাঁর লেখা ‘বাংলার তীরে’ একটি – কবিতা ।
  • ’সাত সাগরের মাঝি’ তাঁর কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এর রচয়িতা – জীবনান্দ দাশ

জীবনানন্দ দাশ এর জীবনী ও সাহিত্যকর্ম

  • বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে এডগার এলেন পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন – ’বনলতা সেন’ ।
  • তাঁর ’রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫৭ সালে ।
  • ’বনলাত সেন’ রচনাটি প্রকাশিত হয় – ১৯৪২ সালে ।
  • ’ধূসর পান্ডুলিপি’ কাব্যগ্রন্থটি – স্বদেশ প্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক ।
  • ’রূপসী বাংলার কবি’, নির্জনতার কবি’, ’তিমির হননের কবি’, ’ধূসরতার কবি’ প্রভৃতি নামে পরিচিত – জীবনানন্দ দাশ ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন – ‘চিত্ররূপময় কবিতা’ ।
  • কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশী গবেষক গবেষণা করেন তাঁর নাম – ক্লিনটন বুথ সীলি  ।
  • কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে – জীবনানন্দ দাশ ।
  • ’মহা পৃথিবী’ কাব্যগ্রন্থ কার লেখা – জীবনানন্দ দাশ ।
  • ’সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে কে ঘুরেছেন – জীবনানন্দ দাশ ।
  • ’বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত – ’রূপসী বাংলা ‘ ।
  • ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত – বরিশাল ।
  • কোন কবির মাও একজন কবি – জীবনানন্দ দাশ ।
  • তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় – জীবনানন্দ দাশ ।
  • কার কবিতাকে ‘চিত্ররূপম’ বলা হয়েছে – জীবনানন্দ দাশ ।
  • তাঁর ‘রূপসী বাংলা’ কিসের পরিচায়ক – স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা ।
  • তিনি কত সালে মারা যান – ২২ অক্টোবর ১৯৫৪ ।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *