‘টপ কোয়ালিটি বোলিং ফ্রম মোস্তাফিজুর’।

পাকিস্তান সুপার লিগে অভিষিক্ত ম্যাচটা দারুণভাবে আলোচিত করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।  ২৪ বলের ১৪টিই ছিল ডট! যা ছিল সত্যিই চমকপদ্য।

ম্যাচটিতে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজের হাতে প্রথমবার বল তুলে দেন লাহোর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।  প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৬ রান।  এরপর দ্বিতীয়বার বোলিংয়ে এসেই প্রথম বলে ব্রেক থ্রু এনে দেন তিনি। আহমেদ শেহজাদকে ফিরিয়ে ভাঙেন ৮৮ রানের উদ্বোধনী জুটি। লেগ স্টাম্পে মুস্তাফিজের লেংথ বল পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন শেহজাদ। মোস্তাফিজের বোলিং তখন ২-০-১০-১।

১৭তম ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার কুমার সাঙ্গাকারাকেও সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলটা ছক্কা হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। পঞ্চম বলে শ্রীলঙ্কান কিংবদন্তিকে নিজের শিকারে পরিণত করেন মোস্তাফিজ। শর্ট বল পুল করতে গিয়ে লং অনে ফখর জামানকে ক্যাচ দেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করা সাঙ্গাকারা। এই ওভারে যদিও মোস্তাফিজ খরচ করেন ১০ রান।

ইনিংসের ১৯তম আর নিজের কোটার শেষ ওভারে মোস্তাফিজ উইকেট না পেলেও বোলিং করেছেন দুর্দান্ত। প্রথম বলে শোয়েব মালিক নেন সিঙ্গেল। পরের দুই বলে কোনো রানই নিতে পারেননি ড্যারেন ব্রাভো। চতুর্থ বলে ২ রান। শেষ দুই বল আবার ডট!  ব্রাভোর ভাগ্য ভালো, শেষ বলে লো ফুলটসটা শুধু স্টাম্প উপড়ে নিয়ে যায়নি। ওভার শেষ হতেই ধারাভাষ্যকার রমিজ রাজা বলে দিলেন, ‘টপ কোয়ালিটি বোলিং ফ্রম মোস্তাফিজুর’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *