ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর জীবনী ও সাহিত্যকর্ম

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর জীবনী

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর জীবনী ও সাহিত্যকর্ম

উপমহাদেশের একজন প্রথতযশা ভাষাশাস্ত্রী জ্ঞানতাপস ও বহুভাষাবিদ মুহাম্মাদ শহীদুল্লাহ্ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বহু জটিল সমস্যার সামাধান করেন তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি ।ড. মুহম্মদ শহীদুল্লাহ্

  • মুহম্মদ শহীদুল্লাহ্ জন্মগ্রহণ করেন – ১০ জুলাই ১৮৮৫ সালে ।
  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন – পেয়ারা, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ ।
  • মুহম্মদ শহীদুল্লাহ্ মূলত কি হিসেবে পরিচিত – ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ ।
  • মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা একাডেমি প্রকাশিত কোন অভিধানের প্রধান সম্পাদক – বাংলা একাডেমি আঞ্চলিক ভাষার অভিধান ।
  • ’আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ ।- পকিস্তান আমলে এই উক্তি করেছিলেন কে – মুহম্মদ শহীদুল্লাহ্ ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি ছাত্রাবাস রয়েছে- এর পূর্বনাম কি – ঢাকা হল ।
  • ’বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা – মুহম্মদ শহীদুল্লাহ্ ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন – ভাষাতত্ত্ববিদ ।
  • কে বহু ভাষাবিদ পন্ডিত ও গবেষক ছিলেন – ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস – ১৯৬৯ সালের ১৩ জুলাই ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল – ১৮৮৫-১৯৬৯ ।
  • ’বাংলা ভাষার অভিধান’ সম্পাদনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন – ১৯৬০ সালে ।
  • শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা – ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’বাংলা ভাষার ইতিবৃত্ত’ একটি – গবেষণামূলক গ্রন্থ ।
  • ’দীওয়ানের হাফিস’ একটি – অনুবাদ গ্রন্থ ।
  • ’দীওয়ানের হাফিজ’ গ্রন্থটির রচয়িতা – ড. মুহম্মদ শহীদুল্লাহ ।
  • ’রুবাইয়াত-ই-ওমর খৈয়ম’ এর রচয়িতা – ড. মুহম্মদ শহীদুল্লাহ ।
  • ’শেষ নবীর সন্ধানে’ একটি – শিশুতোষ ।
  • ’শেষ নবীর সন্ধানে’ এর লেখক – ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ।
  • ’ছোটদের রসুলুল্লাহ’ শিশুতোষের রচয়িতা – ড. মুহম্মদ শহীদুল্লাহ ।
  • ’সেকালের রূপকাথা’ একটি – শিশুতোষ ।
  • ’সেকালের রূপকাথা’ শিশুতোষটি রচনা করেন – ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত প্রবন্ধ প্রস্তুকগুলোর নাম – ’ইকবাল’ (১৯৪৫), ’আমাদের সমস্যা’ (১৯৪৯), ’বাংলা আদম কি তারিখ’ (১৯৫৭), ‘Essays on Islam’ (১৯৪৫), Traditional Culture in East Pakistan.
  • ’আঙুর’ পত্রিকার সম্পাদক ছিলেন – ড. মুহম্মদ শহীদুল্লাহ ।
  •  তাঁর সংকলিত ও সম্পাদিত গ্রন্থগুলোর নাম – ‘পদ্মাবতী’ (১৯৫০), ‘প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী’ (১৯৫২), ’গল্প সংকলন’ (১৯৫৩), ‘দুই খন্ডে প্রকাশিত আঞ্চলিক ভাষার অভিধান’ ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত প্রত্রিকাগুলোর নাম – ’আঙুর’ (১৯২০), ’দি পীস’(১৯২৩), ’বঙ্গভূমিক’ (১৯৩৭), ’তকবীর’ (১৯৪৭) ।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত অনুবাদগ্রন্থগুলোর নাম – ‘দীওয়ানে হাফিজ’ (১৯৩৮), ‘অমিয় শতক’ (১৯৪০), রুবাইয়াত-ই-ওমর খৈয়াম’ (১৯৪২) ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *