ঢাকা থেকে কলম্বোয় গেছেন সাকিব।

চোটের কারণে পুরো নিদাহাস ট্রফি থেকেই ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান। এই সিরিজে তার খেলার সম্ভাবনা ছিল না। কিন্তু এখন কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতলেই ফাইনালে উঠে যাবে টাইগাররা। এদিকে সাকিবও কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। স্বস্তির খবর হলো, এই ম্যাচে খেলার জন্য ঢাকা থেকে কলম্বোয় গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে হঠাৎই জানানো হয়, দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাবেন সাকিব। খেলবেন শুক্রবারের ম্যাচও। সেই অনুযায়ী আজই কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা দেন দেশসেরা এই অলরাউন্ডার। বিকেলের দিকে শ্রীলঙ্কার মাটিতে পা-ও রেখেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন এই তারকা। ধারণা করা হচ্ছিল, নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। তবে পরে চোট এতই গুরুতর হয় যে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বোতে যান। কলম্বো থেকে আবার যান অস্ট্রেলিয়ায়।

সেখানে গত ৯ মার্চ মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের সঙ্গে দেখা করেন সাকিব। দেশে ফিরেন সুখবর নিয়ে। জানান, চোটের অবস্থা এখন অনেকটাই ভালো। যার কারণে কোন অস্ত্রোপচারের দরকার পড়েনি।

এরপর থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে গিয়ে সময় নিয়ে অনুশীলন করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অবশেষে সুখবর আসে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেই মাঠে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *