তথাকথিত ডিপ্রেশনে ভোগা-শাওন  মল্লিক

তথাকথিত ডিপ্রেশনে ভোগা

শাওন  মল্লিক

কাব্যগ্রন্থ_আমি….…?

শাওন মল্লিক

তথাকথিত কমিউনিস্ট

ডিপ্রেশন এ ভোগা 

লম্পট স্বৈরাচারী মানুষ এর

বৃষ্টির শব্দের….

রোমান্টিকতা উপভোগ করাটাও পাপ

হঠাৎ করেই স্মৃতিচারণ করছি.…..

দিনের হাস্যরসের খোঁজে

 ব্যস্ত থাকা মানুষের একজন

রাতের আকাশ দেখে উপগ্রহ-চিত্রের….

সাথে কথোপকথন করে অগোচরেই…. 

ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে

উড়ে যায় বিষন্নতা…

টানে টানে পুড়ে যায় অভিমান

পুড়ছে অতীতের তলহীন

দৃশ্যকাব্যের অনুভূতিগুলো

নিঝুম নিশ্চুপ,শুধু পরে থাক,

হেরে যাওয়া মুহূর্তের  গল্প ….

ভালোবাসায় পড়েছে

 ভবিষ্যতের কাটাতারের ব্যারিকেড…..

উফফ! ধোঁয়া  লাগছে চোখে….

তবুও একাকিত্বে উম্মাদের মত

হাঁটছি আর ভাবছি…..

বারবার সময়..

 আর বিষাক্ত নরপিশাচ মানুষ এর  স্বৈরাচার….

একে একে সবাই শুধু করছে ধূমপায়ীদের দায়ী।

স্মৃতিচারণের শেষের দিকে…

দেখি হাহাকার.. 

শুধু রয়ে যায় হাতের ডগায়

 আংগুলের সাথে অহিংস খেলায় 

মেতে থাকা সিগারেট….. 

আর অ্যাশট্রে ভর্তি জ্বমে থাকা ছাই…..

 

written by

শাওন  মল্লিক

প্রিমিয়ার ইউনিভার্সিটি

ইংলিশ ডিপার্টমেন্ট

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *