টাইগারদের মিশনটা হোয়াইটওয়াশের হলেও জিম্বাবুয়ের জন্য মান রক্ষার ম্যাচ। বলা যায় বাংলাদেশ এই ম্যাচটাও এত সহজে ছেড়ে দিবে না। জয় চাই দু’দলেরই।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে মাশরাফি মুর্তজার দল। এই সিরিজ জয়ে সফরকারী জিম্বাবুয়েকে ১০টি সিরিজে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।প্রথমটি ঢাকায়, দ্বিতীয়টি চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ঢাকায় টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতলেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক।চট্টগ্রামে আগমনী শীতের কুয়াশার প্রকোপ এতটা কমও নয়। পরে বোলিং করলে উইকেট থেকে বোলাররা খুব বেশি সুযোগ নিতে পারে না বলেই এমন সিদ্ধান্ত।আজ তৃতীয় ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল।দলে এসেছে তিন পরিবর্তন। গত দুই ম্যাচে শূন্য রানে ফেরায় ফজলে রাব্বির জায়গায় দলে ঢুকেছে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজকে বিশ্রামে রেখে সুযোগ দেয়া হয়েছে আবু হায়দার রনি আর আরিফুল হককে।
জিম্বাবুয়ে একাদশহ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), কেফাস ঝুওয়াও, ব্রেন্ডন টেইলর (উইকেটকিপার), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, এলটন চিঙ্গাম্বুরা, ডোনাল্ড তিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, রিচার্ড নাগারাবা
বাংলাদেশ একাদশলিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার।
source-rtv