২ জানুয়ারি, নতুন বছরের শুরুতে আগামী ছবি ‘তুফান’-এ তার লুক প্রকাশ্যে এনেছেন অভিনেতা তথা প্রযোজক ফারহান আখতার। ছবির পোস্টারে একজন বক্সারের লুকে দেখা যাচ্ছে ফারহানকে। পরনে বক্সিং জার্সি, হাতে গ্লাভস, বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতাকে।
ছবিতে তার লুক শেয়ার করে ফারহান লিখেছেন, ”যখন কঠিন সময় আসে, তখন নিজেকে আরও শক্ত হতে হয়। এবছর ‘তুফান’ উঠবে। ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০।”
ফারহান তার আগামী ছবি ‘তুফান’-এর ফার্স্ট লুক শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেনের আক্রমণের মুখে পড়েন। বিশেষ করে যেসমস্ত নেটিজেনরা সিএএ, এনআরসি’র সমর্থনে মুখ খুলেছিলেন, তারা ফারহানকে এবং তার ছবিকে বয়কট করার ডাক দেন সোস্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত ফারহান আখতারের আগামী ছবি ‘তুফান’-এর পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। এটি একটি স্পোর্টস ড্রামা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন শঙ্কর-এহসান-লয় এবং তানিস্ক বাগচী।