তেঁতুল বনে জোছনা-পর্ব-(৮) হুমায়ূন আহমেদ

নবনী কুচকালগলাটা কার চিনতে পারল নাবাড়িতে রকম গম্ভীর গলাতাে কারাে নাইতারপর মনে হলাে এটা তার বাবার গলাতেঁতুল বনে জোছনা

খুব চেনা মানুষকে মাঝে মাঝে যেমন অচেনা মনে হয়, দীর্ঘদিনের পরিচিত গলাও হঠাৎ হঠাৎ খুবই অপরিচিত লাগেবিস্মিত হয়ে ভাবতে হয় কে কথা বলছে

 নবনীর বাবা ফরহাদ সাহেব সকাল নটার মধ্যে বের হয়ে যানতাঁর কোনাে ছুটি ছাটা নেইসপ্তাহের যে দুদিন অফিস বন্ধ সে দুদিন তিনি যান কারখানায়তাঁর দুটা সুতার কারখানা আছে

গাজীপুরে জাপানি কোলাবরেশনে চিনামাটির কারখানা দিচ্ছেনপ্রডাক্টের নাম হবে নবনীআজ বের হন নি তার মানে কোনাে সমস্যা আছেনবনীর সমস্যা ভালাে লাগে নানিজের সমস্যা তাে ভালাে লাগেই নাআশেপাশের মানুষদের সমস্যাও ভালাে লাগে নাসে চায়ের কাপ হাতে শােবার ঘর থেকে বের হলােএই কাজটা করতেও তার ভালাে লাগছে নাদিনের প্রথম চা সে আরাম করে নিজের ঘরে বসে খেতে ভালােবাসেদিনের প্রথম অংশ এবং দিন শেষের অংশটি তার নিজেরবাকি অংশগুলাে অন্যরা ভাগাভাগি করে নিক। 

ফরহাদ সাহেব মেঝেতে পা ছড়িয়ে বসে আছেনতার খালি গা, পরনে লুঙ্গি। গৌর বর্ণের মানুষমাথা ভর্তি ধবধবে সাদা চুলতিনি অত্যন্ত মিষ্টভাষি, কারাে সঙ্গেই উঁচুগলায় কথা বলেন না; তারপরেও তাকে মনে হয় দূরের মানুষকাছের কেউ নাফরহাদ সাহেবের সামনে খবরের কাগজ বিছানােনবনীকে দেখে তিনি হাসি মুখে বললেন, তাের বয়েসী একটা মেয়ে সকাল দশটা পর্যন্ত কী করে ঘুমায় আমিতাে ভেবেই পাই না। 

 নবনী গম্ভীর গলায় বলল, তুমি যেমন আমার ব্যাপারটা ভেবে পাও না, আমিও ভেবে পাই না তুমি কী করে দিনের পর দিন ভাের পাঁচটায় উঠতােমার বয়েসী মানুষদের মধ্যে আলস্য থাকবেভােরবেলায় ঘুম ভেঙে গেলেও কিছুক্ষণ গড়াগড়ি করবেঘুম ভাঙা মাত্র লাফ দিয়ে বিছানা থেকে নামবে না| ফরহাদ সাহেব আনন্দিত গলায় বললেন, অভ্যাস করলেই হয়চার পাঁচ দিন চেষ্টা করলেই দেখবি ভাের পাঁচটায় ঘুম ভাঙ্গার অভ্যাস হয়ে যাবে। 

এরকম বিশ্রী অভ্যাস করার দরকার কী

ভােরবেলায় ঘুম ভাঙ্গা বিশ্রী অভ্যাস

অবশ্যই বিশ্রী অভ্যাস। শরীরকে আরাম দিতে হয় বাবাশরীরকে কষ্ট দেবার মানে কী ? শরীরকে কষ্ট দেবার মানে হলাে, শরীরের ভেতর যে আত্মা বাস করে তাকে কষ্ট দেয়া। 

ফরহাদ সাহেব হাসি মুখে বললেন, ভুল লজিকে তাের মাথাটা ভর্তিতাের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা চিমটা দিয়ে তাের মাথা থেকে এক এক করে ভুল লজিক বের করে ফেলা। 

নবনী বাবার পাশে বসতে বসতে বলল, তুমি আজ অফিসে যাবে না? ফরহাদ সাহেব বললেন, নাযাবে না কেন? শরীর খারাপ

শরীর ঠিকই আছেযে মানুষ ভাের পাঁচটায় ঘুম থেকে উঠে তার শরীর এত সহজে খারাপ হয় না তুই কি মুখ না ধুয়েই চা খাচ্ছিস

তােকে দেখেইতাে মা আমার কেমন ঘেন্না ঘেন্না লাগছেকিছু করার নেই বাবা, আমি রকমই। 

ফরহাদ সাহেব আগ্রহ নিয়ে বললেন, তাের এমন অদ্ভুত আচার আচরণদেখে শ্বশুরবাড়ির লােকজন কিছু বলে না

এখনাে বলে নিনতুন বউতাে, চক্ষুলজ্জায় কিছু বলতে পারছে নালজ্জাটা কেটে গেলে বলবে। 

এরা বােধহয় তাের ব্যাপার স্যাপার টের পায় নিতুইতাে থাকিস এখানেশ্বশুর শাশুড়ির সঙ্গে তাের বােধহয় দেখাই হয় না

সপ্তাহে একদিন যাইআজ যাবি

এক কাজ কর আজ যা ।আজ যেতে বলছ কেন

ওদের একটা সারপ্রাইজ দেআমি বিরাট এক মাছ কিনে এনে দেবমাছ নিয়ে যাতাের শ্বশুর শাশুড়ি খুশি হবে। আমি নিউমার্কেটে লােক পাঠাচ্ছিবাজারের সবচেবড় মাছটা কিনে আনবেবাংলাদেশে এমন কোনাে মানুষ নেই 

যে বড় মাছ দেখে খুশি হয় না। 

তাদের খুশি করার আমার দরকার কী

মানুষকে খুশি করার মধ্যে আনন্দ আছেসেই মানুষ যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলেতাে কথাই নেই। মাছ কিনতে পাঠাব

 সেকেন্ড থট দিবি

সেকেন্ড শুধু না আমি ফোর্থ থট পর্যন্ত দিয়ে ফেলেছি। মাছ নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এটা ভাবতেই ঘেন্না লাগছেচারদিকে মাছ মাছ গন্ধ পাচ্ছিএই যে চা খাচ্ছি চায়ের মধ্যেও মাছের আঁশটে গন্ধ। 

নবনীর চা শেষ হয়ে গেছেকথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে বলে চা খাওয়ার মজাটা ঠিক পাওয়া যায় নি। আরেক কাপ খেতে পারলে ভালাে হতােতার জন্যে যন্ত্রণা করতে হবেদোতলা থেকে একতলায় নামতে হবেতাদের বাড়ির রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি সবই এক তলায়দুতলাটা স্লীপিং কোয়ার্টারদুটা প্রকাণ্ড শােবার ঘর

একটা তার, অন্যটা তার বাবারমাঝখানে ছােটখাট খেলার মাঠের মতাে ফ্যামিলি লাউঞ্জ আছেসেখানে টিভি, মিউজিক সেন্টারফ্যামিলি লাউঞ্জে মােটা গদির ডিভান আছেশুয়ে শুয়ে ছবি দেখা হলাে নবনীর ছােটবেলাকার অভ্যাসমানুষের কিছু ছােটবেলাকার অভ্যাস বড়বেলাতেও থেকে যায়নবনীর এই অভ্যাসটি রয়ে গেছে। 

দ্বিতীয় কাপ চায়ের জন্যে নবনীকে এক তলায় রান্নাঘরে যেতে হবেযতক্ষণ ফরহাদ সাহেব আছেন ততক্ষণ কাজের লােকদের কেউই দোতলায় আসবে নাতাদের সে রকম নির্দেশ দেয়া আছেনবনীর এক তলায় নামতে ইচ্ছা করছে নাফরহাদ সাহেব বললেন, মুখ শুকনা করে বসে আছিস কেন

নবনী জবাব দিল নাফরহাদ সাহেব পত্রিকা ভাজ করতে করতে বললেনআজ ইউনিভার্সিটি নেই

দুটার সময় একটা ক্লাস আছেযাবি না ? এখনাে বুঝতে পারছি নাকখন বুঝতে পারবি ? ক্লাস শুরু হবার আধঘন্টা আগে বুঝতে পারব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *