ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ
                                                           মাহমুদউল্লাহ রিয়াদ
দলকে নেতৃত্ব দেবেন রিয়াদ

শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই ভারতের বিপক্ষে ওই ম্যাচে খুব সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ সিরিজে দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহ রিয়াদই।

ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলার সময় আঙুলের চোটে পড়েন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। ওই দুই সিরিজেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দলকে নেতৃত্ব দেবেন রিয়াদ

সাকিবের চোটের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বোলিংয়ে সমস্যা নেই, তবে ব্যাটিংয়ের সময় আঙুল ফুলে যায়। ডাক্তাররা অবশ্য বলেছেন, ৭-৮ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তবে প্রথম ম্যাচ যেহেতু ৮ তারিখ, সেহেতু বোর্ড মনে করছে সাকিব প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত।

Read More

ব্যাটে-বলে ঝলক দেখিয়েই চলেছেন মাশরাফি বিন মর্তুজা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *