মেয়াদ নয় মাস, শুরু থেকেই তাই টি২০-র মেজাজে ভারতীয় ক্রিকেট বোর্ড চালাতে চান সৌরভ গাঙ্গুলী। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর পাশাপাশি ভারতকে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলাতে চান বিসিসিআইর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি এবং কোহলিকে নাকি রাজিও করিয়েছেন দিবারাত্রির টেস্ট খেলাতে।
তারপরই মুম্বাই-দিল্লির কিছু দৈনিকে খবর আসে, ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচটি ফ্লাডলাইটে করাতে চান সৌরভ গাঙ্গুলী। কিন্তু শনিবার পর্যন্ত বিসিবির কাছে এমন কোনো প্রস্তাব আসেনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সমকালকে বলেন, ‘শুনেছি ভারতীয় মিডিয়ায় এমন কিছু খবর এসেছে। তবে আমরা এখনও তাদের কাছ থেকে দিবারাত্রির টেস্ট খেলার কোনো প্রস্তাব পাইনি। যদি প্রস্তাব আসে তাহলে আলোচনা করা যাবে।’
তবে বিসিবি সূত্রের ইঙ্গিত- এমন প্রস্তাব এলে সটান ‘না’ বলে দেওয়া হবে। কেননা ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে প্রথম শ্রেণির ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই সাকিবদের। হুট করে কোনো প্রস্তুতি ছাড়া ওই ধরনের টেস্ট খেলা সম্ভব নয়। তার ওপর ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড ও ক্রিকেটাররা।
দিবারাত্রির টেস্টে আগ্রহী ভারত
এর আগেও মার্চে বাংলাদেশের কাছে এমন একটি প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড। সেবার নিউজিল্যান্ড বোর্ডকেও ‘না’ বলে দিয়েছিল বিসিবি। ২০১৬ সাল থেকে শুরু হওয়া গোলাপি বলে ফ্লাডলাইটের টেস্ট এরই মধ্যে প্রায় সব দেশই খেলেছে। শুধু বাংলাদেশ আর ভারত বাদ রয়েছে। গোলাপি বলে সুইং বেশি হয়- এমন একটা অজুহাতে বিরাট কোহলিরা বরাবরই দিবারাত্রির টেস্ট খেলতে অনাগ্রহ দেখিয়ে এসেছেন। তবে সৌরভ গাঙ্গুলী কোহলিকে বোঝাতে নাকি সক্ষম হয়েছেন টেস্ট ম্যাচে দর্শক আনতে কতটা সময়োপযোগী এই দিবারাত্রির টেস্ট।
‘দেখুন, জীবন তো বদলে যাচ্ছে। আজকের যুগে ক্রিকেট দেখার জন্য কেউ স্কুল বা অফিস কামাই করতে পারে না। তাই তাদের মাঠে আনতে হবে কাজের সময়ের পর। সেটা সম্ভব দিবারাত্রির টেস্টে। এ ব্যাপারে কোহলিরও একই মত।’ শুক্রবার কলকাতায় এ কথা বলার পরই সেখানকার কিছু সাংবাদিক সমকালের সঙ্গে যোগাযোগ করেন বিসিবির মতামত জানতে। কলকাতার সাংবাদিকদের দেওয়া খবর, বাংলাদেশ সিরিজে না হলেও আগামী বছর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে নাকি কোহলিদের দিবারাত্রির টেস্টে নামাবেনই সৌরভ গাঙ্গুলী।