তিনি প্রধানত একজন নাট্যকার হলেও একাধারে কবি ও সঙ্গীতস্রষ্টা । তিনি বাংলা কবিতায় নতুন ধরনের আঙ্গিক ও ছন্দের সৃষ্টি করে এবং ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতা রচনা করে রবীন্দ্র-যুগের মৌলিকতার পরিচয় দিয়েছেন । তিনি গীতিকার ও সুরকার হিসেবেও সকীয়তার পরিচয় প্রদান করেন । তাঁর স্বদেশি গানগুলো বাংলাগীতি-সাহিত্যের এক অমূল্য সম্পদ । হাসির গান রচনার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয় ।
- দ্বিজেন্দ্রলাল রায়-এর জন্ম তারিখ কত – ১৯ জুলাই ১৮৬৩ সালে ।
- তিনি কোথায় জন্মগ্রহণ করেন – কৃষ্ণনগর, নদীয়া ।
- তিনি কি নামে পরিচিত – ডি এল রায় ।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ – ’আর্যগাথা’ ।
- ’আর্যগাথা’ কাব্যগ্রন্থ কাত খন্ডে বিভক্ত – ২ খন্ডে ।
- তাঁর রচিত ‘মন্দ্র’ একটি – কাব্যগ্রন্থ ।
- ’মন্দ্র’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০২ সালে ।
- ’ত্রিবেণী’ একটি – কাব্যগ্রন্থ ।
দ্বিজেন্দ্রলাল রায় এর জীবনী
- ’ত্রিবেণী’ (১৯১২) কাব্যগ্রন্থটি রচনা করেন – দ্বিজেন্দ্রলাল রায় ।
- ’সাজাহান’ নাটকটি কত সালে রচিত হয় – ১৯০৯ সালে ।
- তাঁর রচিত সার্থক ঐতিহাসিক নাকট-এর নাম – ’সাজাহান’ ।
- সম্রাট সাজাহানকে নিয়ে প্রথম কে নাটক লিখেন – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর রচিত গানগুলো বাংলা সাহিত্য জগতে কি নামে পরিচিত – ‘দ্বিজেন্দ্র গীতি’ ।
- ’আলেখ্য’ কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
- বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টির প্রথম কৃতিত্ব – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর লেখা ‘মেবার পতন’ একটি – নাটক ।
- তিনি কত সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘পূর্ণিমা সম্মিলন’ প্রতিষ্ঠা করেন – ১৯০৫ সালে ।
- ’সিংহল বিজয়’ কোন ধরনের রচনা – রোমান্টিক পৌরাণিক ।
- ’সিংহল বিজয়’ রোমান্টিক পৌরাণিক প্রকাশিত হয় – ১৯১৬ সালে ।
- বিখ্যাত ঐতিহাসিক নাটক ‘নুরজাহান’ রচনা করেন – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর রচিত ঐতিহাসিক নাটক ’নুরজাহান’ প্রকাশিত হয় – ১৯০৮ সালে ।
দ্বিজেন্দ্রলাল রায় এর জীবনী
- তাঁর রচিত ‘চন্দ্রগুপ্ত’ কোন জাতীয় রচনা – রোমান্টিক পৌরাণিক ।
- ’চন্দ্রগুপ্ত’ নাটকটি রচিত হয় – ১৯১১ সালে ।
- তাঁর রচিত ‘তাপসী’ একটি – নাটক ।
- বাংলা সমবেত-কন্ঠসঙ্গীতরে প্রবর্তক – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর লেখা ‘দুর্গাদাস’ (১৯০৬) একটি – নাটক ।
- ’ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা কে – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর রচিত ‘প্রতাপসিংহ’ কোন জাতীয় রচনা – নাটক ।
- ’প্রতাপসিংহ’ নাটকটি প্রকাশিত হয় – ১৯০৫ সালে ।
- ’তারাবাঈ’ নাটকটি রচনা করেন – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁর লেখা ‘আষাঢ়ে’ একটি – ব্যঙ্গ কবিতা ।
- ’পাষাণী’ কাব্যনাট্য রচনা করেন – দ্বিজেন্দ্রলাল রায় ।
- তাঁল লেখা কয়েকটি গান হচ্ছে – ‘ধনধান্যে পুষ্পে ভরা’, ‘বঙ্গ আমার জননী আমার’, ’যে দিন সুনীল জলধি হতে’ প্রভৃতি ।
- ’ত্রিবেদী’ কোন জাতীয় রচনা – ব্যঙ্গ কবিতা ।
- তিনি কোথায় মৃত্যুবরণ করেন – কলকাতায় ।
- তিনি কবে মৃত্যুবরণ করেন – ১৭ মে ১৯১৩ সালে ।