ছক্কা দানব হিসেবে তার বেশ খ্যাতি। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনন্য নজির গড়লেন শাহিদ খান আফ্রিদি। পর পর চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে পিএসএলে নতুন মাইলস্টোন গড়লেন ‘বুম বুম’ আফ্রিদি।
বৃহস্পতিবার পিএসএলে পেশোয়ার জালমির বিরুদ্ধে ম্যাচে নজির গড়লেন করাচি কিংসের আফ্রিদি। পেশোয়ারের বিরুদ্ধে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে শমিন গুলকে পর পর তিনটি ওভার বাউন্ডারি মারার পর,পরের ওভারে অফ স্পিনার লিয়াম ডসনের বলে আবার ছয় মারেন আফ্রিদি।
পাকিস্তান সুপার লিগে নজির গড়লেও দলকে জেতাতে পারলেন না আফ্রিদি। ৪৪ রানে হেরে যায় করাচি। পেশোয়ারের কাছে হেরে লিগ টেবিলে তিন নম্বরে নেমে গেল করাচি,পাঁচ নম্বরেই থেকে গেল পেশোয়ার।