আইপিএলের এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি মুম্বাই ও দিল্লি। আটটি দলই দুটি করে ম্যাচ শেষ করেছে। জয়ের দেখা না পাওয়া দল শুধু এই দুটি। ম্যাচটি তাই দুই দলের জন্যই কক্ষপথে ফেরার। জয়ে ফেরার লক্ষ্যে আজ তৃতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে রোহিত শর্মার দল। অবশেষে তৃতীয় দিনে জয়ের দেখা পেল দিল্লি। মোস্তাফিজদের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারের শেষ বলে নাটকীয়ভাবে জয় পেল পেল গৌতম গম্ভীরের দিল্লি।
প্রথমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। সূর্যকুমার যাদব ও এভিন লুইসের ব্যাটিং তাণ্ডবে দিশেহারো হয়ে পড়ে দিল্লির বোলাররা। যাদবের (৫৩), লুইসের (৪৮) ইমানের (৪৪) রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৫ রানের লক্ষ্য দেয় গম্ভীরদের।দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন রাহুল তিওয়ারিয়ার, ট্রেন বোল্ট ও ডেনিল ক্রিস্টিয়ানে। এ ছাড়া একটি মোহাম্মদ সামি।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে ওপেনার জেসন রয় ও গৌতম গম্ভীর। দলীয় ৫০ রানের মাথায় মোস্তাফিজের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক গম্ভীর (১৫)। এরপর ১০২ রানের মাথায় ঋশাভ পান্তকে (৪৭) তুলে নেন হার্দিক পাণ্ডিয়া। পরে ক্রনাল পাণ্ডিয়ার বলে হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরেন ম্যাক্সওয়েল (১৩) । তবে একপ্রান্ত থেকে ঝড় তুলছেন ওপেনার জেসন রয়। শ্রেয়াস আইয়ার (২৭) এবং জেসন রয় ৪ন বলে ৯১ রান করে অপরাজিত থাকেন। ফলে আট উইকেটে জয় পায় দিল্লি।