দ্বীপরাষ্ট্রে বিরাটহীন ভারতকে ফেভারিট মানছেন না নেতা রোহিত৷ ত্রিদেশীয় টি-২০ সিরিজে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া৷ সদ্য দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে এবং কুড়ি-বিশের সিরিজ জয়ী ভারতীয় দলকে অবশ্য টুর্নামেন্টের ফেভারিট বলছেন লঙ্কা কোচ৷
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷ দীর্ঘ দু’মাসের দক্ষিণ আফ্রিকা সফর শেষে ক্যাপ্টেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা৷ফলে এক তরুণদের নিয়ে দ্বীপরাষ্ট্র অভিযানে রোহিত অ্যান্ড কোং৷তাই নিজেদের ফেভারিট মানতে নারাজ রোহিত৷
সোমবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বলেন,‘আমরা নিজেদের ফেভারিট হিসেবে ধরছি না৷ টি-২০ ফর্ম্যাটে আগে থেকে কিছু বলা যায় না ৷আমাদের দুই প্রতিপক্ষই কঠিন ৷আমরা ভালো লড়াইয়ের কথা ভেবেই মাঠে নামব৷’ত্রিদেশীয় সিরিজে ভারত-শ্রীলঙ্কা ছাড়াও খেলবে বাংলাদেশ৷রোহিতরা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে বৃহস্পতিবার৷
ধোনি না থাকায় উইকেটের পিছনে গ্লাভাস হাতে দেখা যাবে ঋষভ পন্তকে ৷যার অভিজ্ঞতা মাত্র দু’টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ৷বছর তেইশের পেসার মোহাম্মদ সিরাজকেও দেখা যাবে এই টুর্নামেন্টে৷ কারণ বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ এবং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ৷বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা৷
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে নিদহাস ট্রফি খেলছে ভারত৷ কুড়ি বছর আগে দ্বীপরাষ্ট্রে ৫০তম স্বাধীনতা উপলক্ষে এই টুর্নামেন্টে(ওয়ান ডে ফর্ম্যাট) ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত৷ শচিন-সৌরভের ডাবল সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল সোহাম্মদ আজহারউদ্দিনের ‘মেন ইন ব্লু’৷