বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহনে ত্রিদেশীয়ও সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই ঘরের মাঠে ব্যস্ত সময় পার করার পর ফের ব্যাট-বলের যুদ্ধে নামতে হবে বাংলাদেশকে। যদিও সম্প্রতি সময়ে খুবই বাজে খেলে অস্বস্তিতে দলটি। তাই শ্রীলঙ্কা ট্যুর নিজেদের ছন্দে ফিরিয়ে আনার মোক্ষম সময়। অন্যদিকে শ্রীলঙ্কা-ভারত দুই দলই ফর্মে। তাই তাদের নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই।
এদিকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিদহাস ট্রপির চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ছয় ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৮ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কোহলিরা। ম্যাচটি শুরু হবে আট মার্চ। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী রামাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।